Ajker Patrika

এক বছরে ভেজালবিরোধী অভিযান ৪১টি ৯০ মামলা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৩: ৫৬
এক বছরে  ভেজালবিরোধী অভিযান ৪১টি ৯০ মামলা

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেজাল খাদ্যবিরোধী অভিযানে এক বছরে ৩ লাখ ৪০০ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য দপ্তর। এতে উপজেলায় ভেজাল খাদ্যের ব্যবহার কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত উপজেলার হোটেল, রেস্তোরাঁ, মুদি দোকান, তেলপাম্প, ওষুধের দোকান, মাংসের দোকানসহ বিভিন্ন খাবার দোকানে ভাজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এক বছরে ৪১টি অভিযানে ভ্রাম্যমাণ আদালতে মামলা হয়েছিল ৯০টি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সামছুন নাহার বলেন, গত বছর করোনা মহামারিতে উপজেলায় তেমন একটা দোকানপাট খোলা ছিল না। উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদিন মনিটরিং করা হয়। যেসব খাবার দোকানে মেয়াদোত্তীর্ণ খাবার পাওয়া যায়, সেই সব দোকান মালিককে সতর্কসহ জরিমানা করা হয়েছে। মানুষের নিরাপদ খাদ্যদ্রব্য নিশ্চিত করতে নতুন বছর থেকে আবারও এ অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাধেশ্যাম আগরওয়ালা বলেন, ‘ভেজাল খাদ্য মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকারক। ভেজাল খাবার খেলে বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্ত হতে পারে। উপজেলাবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এক বছরে ৪১টি অভিযানে ৩ লাখ ৪০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড আদায় করা হয়েছে। ধ্বংস করা হয়েছে বিপুল পরিমাণ ভেজাল খাবারসহ ওষুধপত্র। এ বছরও এমন অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, খুলনায় পত্রিকা অফিসে আগুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত