আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল রিকুইজিট (এমএসআর) সামগ্রী দরপত্র কিনতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। কেউ যাতে দরপত্র কিনতে না পারে, সে জন্য অফিসের সামনে একদল পাহারা দিচ্ছে বলে জানা গেছে। হাসপাতালটির ২০২১-২২ অর্থবছরের জন্য এসব সামগ্রী কেনার জন্য সম্প্রতি আহ্বান করা হয়।
নাম না প্রকাশের শর্তে স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মকর্তা বলেন, গত বছর একই দরপত্র কিনতে বাধা দেওয়া হয়েছিল। এ বছরও পাহারা বসানো হয়েছে। যাতে বাইরের কেউ দরপত্র কিনতে না পারেন।
সরেজমিন গত বুধবার হাসপাতালে দরপত্রের ক্রেতা সেজে যান আজকের পত্রিকার প্রতিনিধি। ওই সময় অফিস সহায়কের কক্ষটি ছিল ফাঁকা। কিছু সময় সেখানে অপেক্ষা করার পর অফিস পাহারা দেওয়া দলের মধ্যে থেকে একজন চলে আসেন। তিনি খোঁজ নেন দরপত্র কেনা বিষয়ে। এরপর পাশে থাকা অপর একজন আজকের পত্রিকার প্রতিনিধিকে ডেকে পাঠান। সেখানে যাওয়ার পর আতিক নামের এক ব্যক্তি জিজ্ঞেস করেন, ‘আপনি কি দরপত্র নিতে এসেছেন? না, বিস্তারিত জানার জন্য এসেছি।’ আতিক বলেন, ‘জয়পুরহাট থেকে বিষয়টি নিয়ন্ত্রণ করা হচ্ছে। এখান থেকে আপনার দরপত্র কেনার দরকার নেই।’
হাসপাতালের অফিস সূত্রে জানা গেছে, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত অফিস চলাকালীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং আক্কেলপুর থানা থেকে যে কেউ দরপত্রদাতার যোগ্যতা অনুযায়ী দরপত্র কিনতে পারবেন।
হাসপাতালের স্টোরকিপার সেলিম আল মাহবুব বলেন, ‘আগামীকাল শনিবার পর্যন্ত অফিস সহায়ক তানিন হাসান ছুটিতে আছেন। তাই আমি দরপত্র বিক্রির বিষয়টি তদারকি করছি। আজ (বৃহস্পতিবার) পর্যন্ত দুটি দরপত্র বিক্রি হয়েছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাধেশ্যাম আগরওয়ালা বলেন, ‘দরপত্র কিনতে কেউ বাধা দিচ্ছেন—এই ধরনের কোনো খবর জানা নেই এবং কেউ অফিস পাহারা দিচ্ছেন কি না, সেটাও জানা নেই। তবে কেউ দরপত্র কিনতে চাইলে ইউএনও অফিস ও থানা থেকেও কিনতে পারবেন।’
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল রিকুইজিট (এমএসআর) সামগ্রী দরপত্র কিনতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। কেউ যাতে দরপত্র কিনতে না পারে, সে জন্য অফিসের সামনে একদল পাহারা দিচ্ছে বলে জানা গেছে। হাসপাতালটির ২০২১-২২ অর্থবছরের জন্য এসব সামগ্রী কেনার জন্য সম্প্রতি আহ্বান করা হয়।
নাম না প্রকাশের শর্তে স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মকর্তা বলেন, গত বছর একই দরপত্র কিনতে বাধা দেওয়া হয়েছিল। এ বছরও পাহারা বসানো হয়েছে। যাতে বাইরের কেউ দরপত্র কিনতে না পারেন।
সরেজমিন গত বুধবার হাসপাতালে দরপত্রের ক্রেতা সেজে যান আজকের পত্রিকার প্রতিনিধি। ওই সময় অফিস সহায়কের কক্ষটি ছিল ফাঁকা। কিছু সময় সেখানে অপেক্ষা করার পর অফিস পাহারা দেওয়া দলের মধ্যে থেকে একজন চলে আসেন। তিনি খোঁজ নেন দরপত্র কেনা বিষয়ে। এরপর পাশে থাকা অপর একজন আজকের পত্রিকার প্রতিনিধিকে ডেকে পাঠান। সেখানে যাওয়ার পর আতিক নামের এক ব্যক্তি জিজ্ঞেস করেন, ‘আপনি কি দরপত্র নিতে এসেছেন? না, বিস্তারিত জানার জন্য এসেছি।’ আতিক বলেন, ‘জয়পুরহাট থেকে বিষয়টি নিয়ন্ত্রণ করা হচ্ছে। এখান থেকে আপনার দরপত্র কেনার দরকার নেই।’
হাসপাতালের অফিস সূত্রে জানা গেছে, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত অফিস চলাকালীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং আক্কেলপুর থানা থেকে যে কেউ দরপত্রদাতার যোগ্যতা অনুযায়ী দরপত্র কিনতে পারবেন।
হাসপাতালের স্টোরকিপার সেলিম আল মাহবুব বলেন, ‘আগামীকাল শনিবার পর্যন্ত অফিস সহায়ক তানিন হাসান ছুটিতে আছেন। তাই আমি দরপত্র বিক্রির বিষয়টি তদারকি করছি। আজ (বৃহস্পতিবার) পর্যন্ত দুটি দরপত্র বিক্রি হয়েছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাধেশ্যাম আগরওয়ালা বলেন, ‘দরপত্র কিনতে কেউ বাধা দিচ্ছেন—এই ধরনের কোনো খবর জানা নেই এবং কেউ অফিস পাহারা দিচ্ছেন কি না, সেটাও জানা নেই। তবে কেউ দরপত্র কিনতে চাইলে ইউএনও অফিস ও থানা থেকেও কিনতে পারবেন।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
২ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
২ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
২ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫