Ajker Patrika

দরপত্র কেনা ঠেকাতে অফিস চত্বরে পাহারা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১১: ৪৮
দরপত্র কেনা ঠেকাতে অফিস চত্বরে পাহারা

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল রিকুইজিট (এমএসআর) সামগ্রী দরপত্র কিনতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। কেউ যাতে দরপত্র কিনতে না পারে, সে জন্য অফিসের সামনে একদল পাহারা দিচ্ছে বলে জানা গেছে। হাসপাতালটির ২০২১-২২ অর্থবছরের জন্য এসব সামগ্রী কেনার জন্য সম্প্রতি আহ্বান করা হয়।

নাম না প্রকাশের শর্তে স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মকর্তা বলেন, গত বছর একই দরপত্র কিনতে বাধা দেওয়া হয়েছিল। এ বছরও পাহারা বসানো হয়েছে। যাতে বাইরের কেউ দরপত্র কিনতে না পারেন।

সরেজমিন গত বুধবার হাসপাতালে দরপত্রের ক্রেতা সেজে যান আজকের পত্রিকার প্রতিনিধি। ওই সময় অফিস সহায়কের কক্ষটি ছিল ফাঁকা। কিছু সময় সেখানে অপেক্ষা করার পর অফিস পাহারা দেওয়া দলের মধ্যে থেকে একজন চলে আসেন। তিনি খোঁজ নেন দরপত্র কেনা বিষয়ে। এরপর পাশে থাকা অপর একজন আজকের পত্রিকার প্রতিনিধিকে ডেকে পাঠান। সেখানে যাওয়ার পর আতিক নামের এক ব্যক্তি জিজ্ঞেস করেন, ‘আপনি কি দরপত্র নিতে এসেছেন? না, বিস্তারিত জানার জন্য এসেছি।’ আতিক বলেন, ‘জয়পুরহাট থেকে বিষয়টি নিয়ন্ত্রণ করা হচ্ছে। এখান থেকে আপনার দরপত্র কেনার দরকার নেই।’

হাসপাতালের অফিস সূত্রে জানা গেছে, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত অফিস চলাকালীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং আক্কেলপুর থানা থেকে যে কেউ দরপত্রদাতার যোগ্যতা অনুযায়ী দরপত্র কিনতে পারবেন।

হাসপাতালের স্টোরকিপার সেলিম আল মাহবুব বলেন, ‘আগামীকাল শনিবার পর্যন্ত অফিস সহায়ক তানিন হাসান ছুটিতে আছেন। তাই আমি দরপত্র বিক্রির বিষয়টি তদারকি করছি। আজ (বৃহস্পতিবার) পর্যন্ত দুটি দরপত্র বিক্রি হয়েছে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাধেশ্যাম আগরওয়ালা বলেন, ‘দরপত্র কিনতে কেউ বাধা দিচ্ছেন—এই ধরনের কোনো খবর জানা নেই এবং কেউ অফিস পাহারা দিচ্ছেন কি না, সেটাও জানা নেই। তবে কেউ দরপত্র কিনতে চাইলে ইউএনও অফিস ও থানা থেকেও কিনতে পারবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: সহকারী কর কমিশনার ফাতেমা বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত