Ajker Patrika

সেই বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৪: ৪১
সেই বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাশিড়া উচ্চবিদ্যালয়ে তিনটি পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার এ পরীক্ষা হওয়ার কথা ছিল। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব সাখিদারের সই করা এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের বিষয়টি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কাশিড়া উচ্চবিদ্যালয়ে নব সৃষ্ট পদে একজন নিরাপত্তা কর্মী, একজন অফিস সহায়ক ও একজন আয়া নিয়োগের নির্বাচনী পরীক্ষা গতকাল বুধবার বেলা দুইটার সময় ধার্য ছিল। উক্ত নিয়োগ নির্বাচনী পরীক্ষায় অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।

নিয়োগ পরীক্ষার আগেই ঘুষ বাণিজ্যের অভিযোগ তুলে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন চাকরিপ্রত্যাশী দুজন। এ ঘটনায় গত মঙ্গলবার ‘নিয়োগ পরীক্ষার আগেই ঘুষ বাণিজ্যের অভিযোগ’ শিরোনামে আজকের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর একটি স্থানীয় দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিদ্যালয় কর্তৃপক্ষ। অফিস সহায়ক পদে ১০, আয়া পদে ৬ এবং নিরাপত্তাকর্মী পদে ৯ জন আবেদন করেন।

নিরাপত্তা কর্মী পদে চাকরিপ্রত্যাশী আশরাফুল ইসলাম বলেন, ‘বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমার কাছে ১১ লাখ টাকা চেয়েছিলেন। আমি গরিব মানুষ টাকা দিতে পারিনি। তাই নিয়োগ বাণিজ্য বন্ধ করে মেধাভিত্তিক নিয়োগ পরীক্ষার সুব্যবস্থা চেয়ে প্রশাসনের কাছে লিখিত আবেদন দিয়েছিলাম। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিয়োগ পরীক্ষা স্থগিত করেছেন।’

স্থানীয় বাসিন্দা মামুনুর রশিদ বলেন, ‘আমরা চাই নিয়োগ-বাণিজ্য ছাড়াই মেধাভিত্তিক যোগ্য প্রার্থীর চাকরি হোক।’

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব সাখিদার বলেন, ‘স্থানীয় একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান চাকরিপ্রত্যাশী। আমরা আগে থেকেই জানতাম সে একটি মামলার এজাহারভুক্ত আসামি। বর্তমানে সে জামিনে রয়েছে। সে বুঝতে পেরেছিল, যে তার চাকরি হবে না। তাই সে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নিয়োগ পরীক্ষা আপাতত স্থগিত করা হলো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, খুলনায় পত্রিকা অফিসে আগুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত