Ajker Patrika

শ্রদ্ধা-ভালোবাসার ঘরে উঠলেন শিক্ষক টিপু

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১২: ০৩
শ্রদ্ধা-ভালোবাসার ঘরে উঠলেন শিক্ষক টিপু

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের কানুপুর উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক রইস উদ্দিন টিপু। সহায়-সম্পদহীন অবস্থায় দুর্বিষহ দিন পার করছিলেন তিনি। জীবিকার তাগিদে দৈনিক মজুরির ভিত্তিতে রেস্টুরেন্টে কাজ নেন।

বিষয়টি নজরে এলে ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা প্রিয় স্যারের জন্য বাড়ি নির্মাণের পরিকল্পনা নেন। গতকাল শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে সেই বাড়ি হস্তান্তর করা হয়েছে। ওই বাড়ির নাম দেওয়া হয়েছে ‘প্রতিশ্রুতি ভিলা’।

আক্কেলপুর পৌর শহরের পুরোনো থানা এলাকার বাসিন্দা রইচ উদ্দিন টিপু ১৯৯৭ সালে উপজেলার কানুপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীকালে তিনি পদোন্নতি পেয়ে সহকারী প্রধান শিক্ষক হন। ২০১৮ সালে অবসরে যান। অবসরের পর বেতন বন্ধ হয়ে যাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েন। নিজ এলাকা ছেড়ে জয়পুরহাট শহরে চলে আসেন। সেখানে একটি রেস্টুরেন্টে কাজ নেন। রেস্টুরেন্টে থালাবাসন ধুচ্ছেন টিপু—এমন একটি ছবি সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি সবার নজরে আসে।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হাফিজুল ইসলাম বলেন, ‘স্যারের জন্য তিন শতক জমি কিনে সেখানে সেমিপাকা ঘর নির্মাণ করা হয়। স্যারকে নতুন ঘরে তুলে দিতে পেরে আমরা আনন্দিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত