উল্লাপাড়ায় বিনোদনের অন্যতম স্থান হয়ে উঠেছে ফুলজোর নদীর পাড়
উল্লাপাড়া উপজেলা পদ্মা, যমুনা এবং এদের উপনদী দ্বারা বাহিত। এ উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে করতোয়া, ফুলজোর, জপজাপিয়া ইত্যাদি নদী। এই উপজেলার প্রাণকেন্দ্র উল্লাপাড়া মডেল থানার পেছনে অবস্থিত ফুলজোর নদী। নদীর পাড় ঘেঁষে গড়ে উঠেছে বিনোদনের অন্যতম স্থান।