Ajker Patrika

উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 
উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় ট্রাকের ধাক্কায় দীপ কুমার ভৌমিক (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের উপজেলার সলঙ্গা থানার গোজা ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত দীপ কুমার ভৌমিক (২০) সলঙ্গা থানার ভরমোহনী গ্রামের শ্রী বেষ্ট ভৌমিকের ছেলে। সে সলঙ্গা অনার্স কলেজের ছাত্র ছিলেন। 

স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি হতে বের হয়ে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ২ নম্বর গোজা ব্রিজ হতে গাড়িতে ওঠার সময় পেছন থেকে ঢাকাগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে গুরুতর আহত দীপকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তাঁর মৃত্যু হয়। কলেজ ছাত্র দীপের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, সকালে হাটিকুমরুল–বনপাড়া মহাসড়কের গোজা ব্রিজ নামক স্থানে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় দীপ নামক এক যুবকের মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর হয়েছে। ট্রাকটি কেউ শনাক্ত করতে না পারায় আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত