উল্লাপাড়ার কামারপল্লির ব্যস্ততা বেড়ে গেছে
ঈদুল আজহা ঘিরে ব্যস্ততা বেড়ে গেছে কামার পল্লিতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টু টাং শব্দে মুখরিত এখন উল্লাপাড়ার কামার পল্লি। উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে অনেকেই দা, বটি, ছুরি, কাটারি প্রস্তুত করতে ছুটছেন কামার পাড়াতে