Ajker Patrika

উল্লাপাড়ায় ১৩ জনের কাছ থেকে পাঁচ হাজার টাকা আদায়

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 
আপডেট : ২৩ জুলাই ২০২১, ১৪: ৫৭
উল্লাপাড়ায় ১৩ জনের কাছ থেকে পাঁচ হাজার টাকা আদায়

কঠোর লকডাউন কার্যকর হওয়ার পর মাত্র ৬ ঘণ্টায় বিধিনিষেধ না মানায় উল্লাপাড়ায় ১৩ জনের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার উল্লাপাড়া পৌর শহরে সকাল থেকে রাস্তায় দু-একটি রিকশা-ভ্যান বের হলেও লোকসমাগম একেবারেই কম ছিল।

এরই মধ্যে উপজেলার বিভিন্ন সড়কে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ বাহিনীর সদস্যদের অভিযান ছিল চোখে পড়ার মতো। এ সময় সরকারি বিধিনিষেধ না মানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকরী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, ‘সরকার ঘোষিত লকডাউন সঠিকভাবে কার্যকর করতে আমরা মাঠে আছি। সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধি করতে পাড়া–মহল্লায় গিয়ে হ্যান্ডমাইক দিয়ে প্রচারণা চালানো হচ্ছে।’ 

উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ উপজেলা শহর ও প্রত্যন্ত অঞ্চলে যৌথভাবে টহল দিচ্ছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করেন এবং দিনমজুর, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত