Ajker Patrika

উল্লাপাড়ায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 
আপডেট : ২৯ জুলাই ২০২১, ১২: ৫৩
উল্লাপাড়ায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তানিয়া নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ১০টার দিকে উপজেলার শ্যামলীপাড়ার একটি ভাড়া বাসার ৫তলা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। তানিয়ার মরদেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল। এ ঘটনায় রাতেই স্বামী হেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।

তানিয়া উপজেলার নাগরৌহা গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী। তানিয়ার স্বজনদের দাবি, পারিবারিক কলহের জেরে তাঁকে হত্যা করা হয়েছে। তবে আটকের আগে পর্যন্ত এ দাবি অস্বীকার করছিলেন হেলাল। তবে পুলিশ বলছে, এটা হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

জানা যায়, সাত মাস আগে তানিয়া ও হেলালের বিয়ে হয়। এর আগে দুজনই একবার করে বিয়ে করেছিলেন। প্রথম বিবাহবিচ্ছেদ হলে বিদেশ যান তানিয়া। ফিরে এসে তাঁর আগের ঘরের একটি ছেলেসহ নাগরৌহা বাজারের মুদিদোকানদার হেলালকে বিয়ে করেন। তবে হেলালের প্রথম স্ত্রীর বিষয়ে তেমন কিছু জানা যায়নি। 

এ প্রসঙ্গে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস জানান, গলায় ফাঁস লাগানো অবস্থায় তানিয়া নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত