উল্লাপাড়ায় রোপা আমন ধান রোপণে ব্যস্ত কৃষক
উল্লাপাড়ার প্রতিটি মাঠে রোপা আমন ধানের চারা রোপণে শুরু হয়েছে। বর্তমানে এ এলাকার কৃষকদের মূল ব্যস্ততা আমন নিয়েই। পাওয়ার টিলার দিয়ে জমি চাষের পর চারা রোপণে পুরুষদের পাশাপাশি নারীদেরও দেখা যাচ্ছে। আবার জমির আগাছা অপসারণ, বীজতলা থেকে চারা তোলার কাজে নারীদের বেশি দেখা যায়।