Ajker Patrika

উল্লাপাড়া থেকে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 
উল্লাপাড়া থেকে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ

সারা দেশে চলছে কঠোর লকডাউন। রাস্তার মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। সরকারের এই কঠোর লকডাউন বাস্তবায়ন সেনাবাহিনী ও বিজিবির পাশাপাশি মাঠে কাজ করছে পুলিশের একাধিক টিম। তারপরেও সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে উল্লাপাড়া থেকে কর্মস্থলে ফিরছেন কর্মজীবী মানুষেরা। জীবনের তাগিদে আইনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ট্রাক ও মাইক্রোবাসে গাদাগাদি করে আবার কর্মস্থলে ফিরছেন ঈদে ঘরে ফেরা মানুষ। 

সরেজমিনে দেখা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ৯ ঘটিকার সময় উল্লাপাড়া উপজেলার সোনাতলা ব্রিজ থেকে দুইটি ট্রাক ও চার থেকে পাঁচটি মাইক্রোবাসে প্রায় ২০০ থেকে ৩০০ জন যাত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। 
 
এ সময় কথা হয় গার্মেন্টস কর্মী হাছনা খাতুনের সঙ্গে। তিনি বলেন, `লকডাউনে শিল্প কারখানা খোলার সিদ্ধান্ত নেওয়ায় রাতের আঁধারে এভাবেই করোনার ভয় উপেক্ষা করেই ফিরতে হচ্ছে কর্মস্থলে। অনেক ঝুঁকি নিয়ে আমাদের যেতে হচ্ছে ঢাকায়। এতে আমাদের কষ্টের শেষ নাই। এ ছাড়া আমাদের অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে।' 

ট্রাক চালক আমিরুল ইসলাম জানান, দিনের বেলায় পুলিশের ভয়ে রাস্তায় বের হই না। তাই রাতের বেলায় ট্রাকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছি। একটি ট্রাকে ৫০ থেকে ৬০ জন করে নিয়ে যাওয়া হয়। প্রতিজন মাথাপিছু ৩০০ টাকা করে নেওয়া হচ্ছে। আর যারা মাইক্রোবাসে করে যাচ্ছে তাঁদের কাছ থেকে নেওয়া হচ্ছে ১২০০ থেকে ১৫০০ টাকা। 
 
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী জানান, সরকারের কঠোর লকডাউন বাস্তবায়ন করতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় পুলিশের কঠোর নজরদারি রয়েছে। তবে দুই একটি ট্রাক ও মাইক্রোবাস পুলিশের চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে গেলেও পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সারা দেশের মানুষ আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে গত ২৩ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করে সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত