Ajker Patrika

টানা বৃষ্টিতে নাকাল উল্লাপাড়াবাসী

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 
টানা বৃষ্টিতে নাকাল উল্লাপাড়াবাসী

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে বিভিন্ন সড়কে পানি জমে গেছে, জনজীবনে সৃষ্টি হচ্ছে ভোগান্তি। জরুরি প্রয়োজনে বাইরে যাওয়াও এলাকাবাসীর জন্য কঠিন হয়ে পড়েছে। আরও এক সপ্তাহ এমন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

আগামী ১১ আগস্ট পর্যন্ত লকডাউন চলবে। তবে অনেকেই লকডাউন উপেক্ষা করে বৃষ্টির মাঝেই বাইরে আসছেন। এরই মধ্যে সড়কে যানবাহন চলছে। এসব যানবাহনে স্বাস্থ্যবিধি না মেনেই লোকজনকে চলাচল করতে দেখা গেছে। 

পৌর শহরের ভ্যান চালক বড়হর গ্রামের শাহাদত হোসেন বলেন, একদিকে লকডাউন অন্যদিকে কয়েক দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কাজ করতে পারি না। আবার কাজে বের হলেও ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দিতে হয়। আজ অটো ভ্যান নিয়ে বের হয়েছি কিন্তু সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সব আশা শেষ হয়ে গেছে। সকাল থেকে পৌর শহরের পুরোনো বাসস্ট্যান্ডে ভ্যানের সিরিয়ালে বসে আছি কিন্তু কোন যাত্রী নেই। এই বৃষ্টিতে অটো ভ্যানে কেউ উঠতে চায় না। এ জন্য আমাদের ভাড়াও হয় না। সকাল থেকে এখন পর্যন্ত ২ শ টাকা কামাই করেছি। এমন না হলে আজকে হাজার টাকার মত ইনকাম করে বাড়ি ফিরতাম। 

এদিকে আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, আজকে চলনবিল অধ্যুষিত এলাকায় ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আরও ১ সপ্তাহ থাকতে পারে বলেও জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত