Ajker Patrika

উল্লাপাড়ায় বজ্রপাত থেকে বাঁচতে চাপালিশগাছের চারা রোপণ

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 
আপডেট : ২৬ জুলাই ২০২১, ১২: ৪৮
উল্লাপাড়ায় বজ্রপাত থেকে বাঁচতে চাপালিশগাছের চারা রোপণ

প্রাকৃতিক দুর্যোগ, বজ্রপাত থেকে বাঁচতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাপালিশগাছের চারা রোপণ শুরু হয়েছে। পাশাপাশি চাপালিশগাছের উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

এরই মাঝে গতকাল রোববার (২৫ জুলাই) বিকেলে উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নে চেয়ারম্যান আলামিন সরকার নিজ অর্থায়নে ৫০০ চাপালিশগাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রম শুরু করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার বসাক, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মমিন ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। 

এ সময় চেয়ারম্যান আলামিন সরকার বলেন, ‘চলতি বছর সিরাজগঞ্জ জেলায় বজ্রপাতে প্রায় ৩৭ জন মারা গেছেন। এতে উল্লাপাড়া উপজেলায় শিশুসহ ছয়জনের মৃত্যু হয়। ভবিষ্যতে বজ্রপাত থেকে এলাকাবাসীকে রক্ষা করতে এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। আমার বন্ধু পলাশের সহযোগিতায় মিয়ানমার থেকে ৫০০ পিস চাপালিশ চারা সংগ্রহ করে রোপণ শুরু করেছি।’ বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি নিজেরা সচেতন থাকলে বজ্রপাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত