Ajker Patrika

পথচারীদের বিশ্রামের জন্য রাস্তার পাশে বেঞ্চ নির্মাণ  

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 
আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৪: ৫৯
পথচারীদের বিশ্রামের জন্য রাস্তার পাশে বেঞ্চ নির্মাণ  

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূনিমাগাঁতী ইউনিয়নে এলজি এসপি ৩ (পিবিজি) প্রকল্পের আওতায় ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের সুবিধার্থে রাস্তার ধারে দৃষ্টি নন্দন টাইলসসহ পাকা বেঞ্চ নির্মাণ করা হয়েছে। জানা যায় পুকুরপাড় থেকে পুঠিয়া বাজার, পুঠিয়া বাজার থেকে ধামাইকান্দি বাজার, ধামাইকান্দি থেকে গয়হাট্টা বাজার, বেতুয়া থেকে ভেংড়ী, পুকুরপাড় থেকে ছয়বেড়িয়া রাস্তাসহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ রাস্তার ধারে ১৫টি টাইলস বেঞ্চ নির্মাণ করেন ইউপি চেয়ারম্যান আলামিন সরকার। মূলত রাস্তার পথচারী এবং স্থানীয়দের সুবিধার কথা চিন্তা করেই এগুলো নির্মাণ করা হয়েছে। 

এ বিষয়ে পুঠিয়া গ্রামের বিপ্লব শীল বলেন, এই বেঞ্চ নির্মাণ করায় আমরা অনেক সুবিধা পাচ্ছি। বিশেষ করে প্রচণ্ড গরমের দিনে মাঠে কৃষকেরা যখন কাজ করে ক্লান্ত হয়ে যায় তখন গাছের নিচে নির্মাণ করা এই বেঞ্চে একটু বসে বিশ্রাম নিতে পারবে। আবার বিকেল বেলায় চা-স্টলের সামনে নির্মাণ করা বেঞ্চে স্থানীয় বয়োজ্যেষ্ঠরা বসে চা পান আড্ডায় সময় কাটাতে পারবে।  

পূর্নিমাগাঁতী ইউনিয়নের চেয়ারম্যান আলামিন সরকার বলেন, ইউনিয়নবাসীর সুবিধার কথা চিন্তা করেই আমার এই উদ্যোগ।অনেক সময় দুর-দুরান্তের পথচারীরা হেঁটে রওনা হওয়ার সময় ক্লান্ত হয়ে পড়েন। তখন তাঁরা এই বেঞ্চে বসে একটু বিশ্রাম নিতে পারবে। এছাড়াও স্থানীয়রা তাদের সুবিধার্থে ব্যবহার করতে পারবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত