Ajker Patrika

সিলেটে কিশোর হত্যা মামলায় গ্রেপ্তার ৪, ছুরি উদ্ধার

সিলেট প্রতিনিধি
সিলেটে কিশোর হত্যা মামলায় গ্রেপ্তার ৪, ছুরি উদ্ধার

সিলেটে পূর্ব শত্রুতার জেরে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল শনিবার রাত ১১টার দিকে হবিগঞ্জের বানিয়াচংয়ের দত্তগ্রাম এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। এর আগে, গত শুক্রবার বিকেলে হত্যার ঘটনা ঘটে। 

নিহত কিশোর মোহাম্মদ আলী নিশা (১৭) কিশোরগঞ্জের বাজিতপুরের নুর আলীর ছেলে। পরিবারের সঙ্গে সে সিলেট মহানগরের ছড়ারপাড় এলাকার রাহত মিয়ার কলোনিতে থাকত। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফরহাদ মিয়া (২০), নূরনবী ওরফে নুনু (১৯), সাকিব আহমদ (১৯), ও রাহিম আহমদ (১৯)। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার বিকেলে নগরের চালিবন্দর এলাকার একটি দোকানের সামনে পূর্ব শত্রুতার জেরে নিশাকে পথরোধ করে হত্যা করা হয়। এ সময় তাকে এলোপাথারি মারপিট ও ধারালো চাকু দিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে আসামিরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন নিশাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

উদ্ধার করা ছুরি। ছবি: সংগৃহীতপরে নিশার মা সফিনা খাতুন (৪২) বাদী হয়ে ফরহাদ মিয়াকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪–৫ জনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা করেন। 

গতকাল শনিবার তাঁদের চারজনকে হবিগঞ্জের বানিয়াচংয়ের দত্তগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আর আজ রোববার দুপুরে ফরহাদের দেওয়া তথ্য মতে চালিবন্দর এলাকার ঘটনাস্থলের পার্শ্ববর্তী সুজনের গ্যারেজের পেছনে ময়লা ফেলার স্থান থেকে হত্যায় ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করে জব্দ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত