সিলেট প্রতিনিধি
সিলেটে পূর্ব শত্রুতার জেরে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত ১১টার দিকে হবিগঞ্জের বানিয়াচংয়ের দত্তগ্রাম এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। এর আগে, গত শুক্রবার বিকেলে হত্যার ঘটনা ঘটে।
নিহত কিশোর মোহাম্মদ আলী নিশা (১৭) কিশোরগঞ্জের বাজিতপুরের নুর আলীর ছেলে। পরিবারের সঙ্গে সে সিলেট মহানগরের ছড়ারপাড় এলাকার রাহত মিয়ার কলোনিতে থাকত।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফরহাদ মিয়া (২০), নূরনবী ওরফে নুনু (১৯), সাকিব আহমদ (১৯), ও রাহিম আহমদ (১৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার বিকেলে নগরের চালিবন্দর এলাকার একটি দোকানের সামনে পূর্ব শত্রুতার জেরে নিশাকে পথরোধ করে হত্যা করা হয়। এ সময় তাকে এলোপাথারি মারপিট ও ধারালো চাকু দিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে আসামিরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন নিশাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে নিশার মা সফিনা খাতুন (৪২) বাদী হয়ে ফরহাদ মিয়াকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪–৫ জনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা করেন।
গতকাল শনিবার তাঁদের চারজনকে হবিগঞ্জের বানিয়াচংয়ের দত্তগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আর আজ রোববার দুপুরে ফরহাদের দেওয়া তথ্য মতে চালিবন্দর এলাকার ঘটনাস্থলের পার্শ্ববর্তী সুজনের গ্যারেজের পেছনে ময়লা ফেলার স্থান থেকে হত্যায় ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করে জব্দ করা হয়।
সিলেটে পূর্ব শত্রুতার জেরে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত ১১টার দিকে হবিগঞ্জের বানিয়াচংয়ের দত্তগ্রাম এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। এর আগে, গত শুক্রবার বিকেলে হত্যার ঘটনা ঘটে।
নিহত কিশোর মোহাম্মদ আলী নিশা (১৭) কিশোরগঞ্জের বাজিতপুরের নুর আলীর ছেলে। পরিবারের সঙ্গে সে সিলেট মহানগরের ছড়ারপাড় এলাকার রাহত মিয়ার কলোনিতে থাকত।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফরহাদ মিয়া (২০), নূরনবী ওরফে নুনু (১৯), সাকিব আহমদ (১৯), ও রাহিম আহমদ (১৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার বিকেলে নগরের চালিবন্দর এলাকার একটি দোকানের সামনে পূর্ব শত্রুতার জেরে নিশাকে পথরোধ করে হত্যা করা হয়। এ সময় তাকে এলোপাথারি মারপিট ও ধারালো চাকু দিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে আসামিরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন নিশাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে নিশার মা সফিনা খাতুন (৪২) বাদী হয়ে ফরহাদ মিয়াকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪–৫ জনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা করেন।
গতকাল শনিবার তাঁদের চারজনকে হবিগঞ্জের বানিয়াচংয়ের দত্তগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আর আজ রোববার দুপুরে ফরহাদের দেওয়া তথ্য মতে চালিবন্দর এলাকার ঘটনাস্থলের পার্শ্ববর্তী সুজনের গ্যারেজের পেছনে ময়লা ফেলার স্থান থেকে হত্যায় ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করে জব্দ করা হয়।
প্রায় ১৭০ বছর আগে বাংলাদেশে চায়ের চাষ শুরু হয়। পরে সময় যত পেরিয়েছে, চা-বাগানের সংখ্যা ও পরিধি বেড়েছে। কিন্তু বাগানের শ্রমিকদের জীবনমানের তেমন কোনো উন্নতি হয়নি। এখন বেকারত্বে জর্জরিত হয়ে আছে শ্রমিকদের পরিবারগুলো।
৪৩ মিনিট আগেশ্রমিকের হাতুড়ির আঘাতে ভাঙছে ইট, গড়ে উঠছে দালান, সেতু, রাস্তা। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে এই পরিশ্রমের কাজ করেও জোড়া লাগেনি তাঁদের ভাগ্য। এখান থেকে পাওয়া সামান্য আয়ে তাঁরা কোনোরকমে ধরে রেখেছেন সংসারের হাল।
১ ঘণ্টা আগেসড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৯ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৯ ঘণ্টা আগে