Ajker Patrika

মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি, গ্রেপ্তার ৫ 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি, গ্রেপ্তার ৫ 

সুনামগঞ্জের জগন্নাথপুরে রবি টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা আন্তজেলা ডাকাত চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার তাঁদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সিলেটের জকিগঞ্জ উপজেলার হাতিদহর গ্রামের অলিদুর রহমান অলিদ (২৯), একই উপজেলার নোয়াগ্রামের রায়হান আহমদ (২৮), জৈন্তাপুর উপজেলার ঘাটের চটি গ্রামের দুলাল মিয়া (২৭), দক্ষিণ সুরমা থানার কদমতলী এলাকার শাকিল মিয়া সৌখিন (৩৫) ও চাঁদপুরের উত্তর মতলব থানার জাহিরাবাজ গ্রামের হোসেন প্রকাশ জাহেদ (৩২)।

জগন্নাথপুর থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল জানান, গত ৪ মার্চ উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের রবি টাওয়ারের দুটি ব্যাটারি চুরি হয়। যার বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা। ঘটনার দিন পুলিশ ওই এলাকা থেকে একটি পিকআপ গাড়িসহ টাওয়ারে চুরির সব সরঞ্জাম জব্দ করে। তবে কাউকে আটক করতে পারেনি।

কিন্তু ঘটনাস্থলে পাওয়া একটি মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ গতকাল সোমবার বিকেলে সিলেটের শাহপরান এলাকা থেকে অলিদকে গ্রেপ্তার করে। পরে তাঁর তথ্যমতে বাকি আসামিদের গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা চুরির ঘটনা স্বীকার করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গত ৪ মার্চ চুরির ঘটনায় টাওয়ার কর্তৃপক্ষ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ তদন্তে নেমে আন্তডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। আসামিদের আজ মঙ্গলাবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত