Ajker Patrika

হবিগঞ্জে নার্স দিয়ে প্রসূতির অস্ত্রোপচার, ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে নার্স দিয়ে প্রসূতির অস্ত্রোপচার, ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে প্রসূতির অস্ত্রোপচার করছিলেন নার্স। বিষয়টি জানতে পেরে ওই হাসপাতালে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পান প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানের এমডিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড দেন। ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার শহরের পৌর বাস টার্মিনাল এলাকায়। 

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আজ (বৃহস্পতিবার) নিয়মিত তদারকির অংশ হিসেবে সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূরুল হকের নেতৃত্বে একটি দল শহরের পপুলার জেনারেল হাসপাতালে অভিযান চালান। এ সময় পরিদর্শন দল দেখতে পান, কোন চিকিৎসক ছাড়াই নার্সের মাধ্যমে এক প্রসূতির অস্ত্রোপচার চলছিল। পরে ২৫০ শয্যা হাসপাতালের বিশেষজ্ঞ সার্জন এনে অস্ত্রোপচার সম্পন্ন করান সিভিল সার্জন। 

এরপর ভ্রাম্যমাণ আদালতটি শহরের আরেকটি বেসরকারি ক্লিনিক অ্যাপোলো হাসপাতালে তালা ঝোলান। এ সময় র‍্যাবের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। 

সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূরুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘নিবন্ধন না থাকা এবং চিকিৎসক ছাড়া অস্ত্রোপচারের দায়ে হাসপাতালের এমডি তারেক আজিজ খানকে পৃথক দুটি ধারায় ৭ দিনের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নিবন্ধন না থাকায় আ্যপোলো হাসপাতালকে তালাবদ্ধ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত