Ajker Patrika

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রতিনিধি, সিরাজগঞ্জ 
আপডেট : ২৪ জুলাই ২০২১, ১০: ১৯
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিরাজগঞ্জের শিয়ালকোলে সড়ক দুর্ঘটনায় দিলীপ সূত্রধর (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় মারা যান তিনি।

তাঁর বাড়ি সিরাজগঞ্জ পৌর এলাকার গোশালা মহল্লায়। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।  

দিলীপ শুক্রবার রাত সাড়ে ১০টায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার সিরাজগঞ্জ-নলকা মহাসড়কের শিয়ালকোল দিয়ার বৈদ্যনাথ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস ফুরিয়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে আনছিলেন দিলীপ। এ সময় পেছন থেকে একটি মাইক্রোবাস তাঁকে চাপা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা যান তিনি।

হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব বিপুল ভোটে পাস, বিপক্ষে ভোট দিল যারা

একটি রাজনৈতিক দলের মুখে আল্লাহর নাম, নির্বাচনে জিততে করে মিথ্যাচার: জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

চার্লি কার্কের সন্দেহভাজন হত্যাকারী আটক, বয়স ২২

রপ্তানিতে দ্বিতীয় থেকে ১০ নম্বরে নামল চিংড়ি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত