Ajker Patrika

দয়া করে জুলাই সনদ নিয়ে মানুষকে আর বিভ্রান্ত করবেন না: গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৩৬
গোপালগঞ্জ জেলা শাখা গণফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট কাজী মেজবাহ উদ্দিনের স্মরণসভা। ছবি: আজকের পত্রিকা
গোপালগঞ্জ জেলা শাখা গণফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট কাজী মেজবাহ উদ্দিনের স্মরণসভা। ছবি: আজকের পত্রিকা

অন্তর্বর্তী সরকারপ্রধানের উদ্দেশে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, ‘দয়া করে জুলাই সনদ নিয়ে মানুষকে আর বিভ্রান্ত করবেন না। এখন জুলাই সনদকে আপনি বলছেন, এটা সংবিধানের ওপরে স্থান দিতে হবে। এটা কখনো হতে পারে না। সুপ্রা কনস্টিটিউশন মানে মার্শাল ল। আপনি কি আমাদেরকে মার্শাল লয়ের পথে হাঁটাবেন নাকি। জুলাই সনদের পক্ষে আমরা। তবে সেটা সংবিধানের শিডিউলের মধ্যে দিতে হবে। আগামী সংসদ সেটা কার্যকর করবে।’

আজ শনিবার বেলা ১১টায় গোপালগঞ্জে জেলা গণফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট কাজী মেজবাহ উদ্দিনের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণফোরামের গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে এ স্মরণসভা হয়।

গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, ‘সংবিধান সংশোধন কখনো ডিক্লারেশন দিয়ে হয় না। অর্ডিন্যান্স জারি করে হয় না। এটা আগামী দিনে যাঁরা জনপ্রতিনিধি সংসদে যাবেন, এটা তাঁদের কাজ। তাঁদের দায়িত্ব। তাঁদের ওপর ছেড়ে দেন। সংবিধান সংশোধনের পক্ষে আমরা। তবে সেটা কার্যকর হবে আগামী সংসদের মধ্য দিয়ে। আর যেগুলো আইনগত মাধ্যমে অর্ডিন্যান্স জারি করে করা সম্ভব, সেগুলো করেন।’

অ্যাডভোকেট নওশের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান বক্তা ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে গণফোরামের কেন্দ্রীয় নেতা কে এম জগলুল হায়দার আফ্রিক, শাহ নুরুজ্জামান, মুহাম্মদ রওশন ইয়াজদানী, লতিফুল বারী হামীম ও বিশ্বজিৎ গাঙ্গুলী উপস্থিত ছিলেন।

সভায় গণফোরামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব বিপুল ভোটে পাস, বিপক্ষে ভোট দিল যারা

উপদেষ্টা পরিষদের ভেতরে মাহফুজকে হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে: নাহিদ

রপ্তানিতে দ্বিতীয় থেকে ১০ নম্বরে নামল চিংড়ি

২০ শতাংশ অতিরিক্ত ভোটার কারা, প্রশ্ন অধ্যাপক মাফরুহী সাত্তারের

লাখ টাকা চুরি সন্দেহে গাড়িচালকের বাসায় তল্লাশি: চুনারুঘাট থানার ওসি প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত