প্রতিনিধি, শরীয়তপুর
পদ্মা সেতুর চ্যানেলে নাব্য সংকট ও অপ্রতুল সড়ক যোগাযোগ ব্যবস্থার কারণে শুক্রবার চালু হচ্ছে না শরীয়তপুরের মাঝিরঘাট-শিমুলিয়া নৌরুটের ফেরি চলাচল। আজ বৃহস্পতিবার দুপুরে এক জরুরি সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। সভা থেকে জানানো হয় ফেরি চলাচলের জন্য পদ্মা সেতুর ৩৮ ও ৩৯ নম্বর পিলারের কাছে থাকা চ্যানেলে নাব্য সংকট রয়েছে। চ্যানেলের ওই স্থানে মাত্র ৬ ফুট গভীরতার পানি রয়েছে। যা ফেরি চলাচলের জন্য যথেষ্ট নয়।
এ ছাড়া পদ্মা সেতুর সংযোগ সড়ক থেকে মাঝিরঘাট পর্যন্ত থাকা সরু সড়ক যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সড়ক প্রশস্তকরণ ও ড্রেজিং কাজ শেষে কবে নাগাদ ফেরি চলাচল শুরু হতে পারে সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারছে না বিআইডব্লিউটিএ। এর আগে দুপুর আড়াইটার দিকে অনলাইনে সভায় যুক্ত হয় বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, শরীয়তপুর ও মাদারীপুরের জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
এর আগে বুধবার রাতে ঘাট প্রস্তুত করে মাঝিরঘাটে সংযুক্ত করা হয় নতুন একটি পন্টুন। সংযোগ সড়ক নির্মাণকাজও শেষ করে এনেছে কর্তৃপক্ষ। এই রুটে ফেরি চলাচল করলে নৌপথে দূরত্ব কমবে ৩ কিলোমিটার এতে করে অন্তত ৩০ মিনিট সময় সাশ্রয়য় হবে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরি চলাচল। জরুরি সেবা ও জরুরি পণ্যবাহী যানবাহন পারাপারের জন্য মাঝিরঘাটে ২১ আগস্ট ফেরি ঘাট স্থাপনের উদ্যোগ নেয় বিআইডব্লিউটিসি। মাত্র ৬ দিনের প্রচেষ্টায় ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় মাঝিরঘাট ফেরি ঘাট। আগামীকাল শুক্রবার সকালে ঘাটটি আনুষ্ঠানিকভাবে চালু হওয়ায় কথা ছিল।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার ফেরি চলাচল সংক্রান্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী পদ্মা সেতুর চ্যানেলে নাব্য সংকটের কারণে শুক্রবার ফেরি পারাপার চালু করা সম্ভব হচ্ছে না। ফেরি চলাচলের উপযোগী করে চ্যানেলটি খনন করতে হবে। কবে নাগাদ এই খনন কাজ শুরু হবে এমন প্রশ্নের সুনির্দিষ্ট কোন তথ্য দিতে পারেননি তিনি। তবে শিগগিরই খনন কাজ শেষে ফেরি পারাপার শুরু করার কথা জানিয়েছেন সরকারের এই কর্মকর্তা।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
পদ্মা সেতুর চ্যানেলে নাব্য সংকট ও অপ্রতুল সড়ক যোগাযোগ ব্যবস্থার কারণে শুক্রবার চালু হচ্ছে না শরীয়তপুরের মাঝিরঘাট-শিমুলিয়া নৌরুটের ফেরি চলাচল। আজ বৃহস্পতিবার দুপুরে এক জরুরি সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। সভা থেকে জানানো হয় ফেরি চলাচলের জন্য পদ্মা সেতুর ৩৮ ও ৩৯ নম্বর পিলারের কাছে থাকা চ্যানেলে নাব্য সংকট রয়েছে। চ্যানেলের ওই স্থানে মাত্র ৬ ফুট গভীরতার পানি রয়েছে। যা ফেরি চলাচলের জন্য যথেষ্ট নয়।
এ ছাড়া পদ্মা সেতুর সংযোগ সড়ক থেকে মাঝিরঘাট পর্যন্ত থাকা সরু সড়ক যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সড়ক প্রশস্তকরণ ও ড্রেজিং কাজ শেষে কবে নাগাদ ফেরি চলাচল শুরু হতে পারে সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারছে না বিআইডব্লিউটিএ। এর আগে দুপুর আড়াইটার দিকে অনলাইনে সভায় যুক্ত হয় বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, শরীয়তপুর ও মাদারীপুরের জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
এর আগে বুধবার রাতে ঘাট প্রস্তুত করে মাঝিরঘাটে সংযুক্ত করা হয় নতুন একটি পন্টুন। সংযোগ সড়ক নির্মাণকাজও শেষ করে এনেছে কর্তৃপক্ষ। এই রুটে ফেরি চলাচল করলে নৌপথে দূরত্ব কমবে ৩ কিলোমিটার এতে করে অন্তত ৩০ মিনিট সময় সাশ্রয়য় হবে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরি চলাচল। জরুরি সেবা ও জরুরি পণ্যবাহী যানবাহন পারাপারের জন্য মাঝিরঘাটে ২১ আগস্ট ফেরি ঘাট স্থাপনের উদ্যোগ নেয় বিআইডব্লিউটিসি। মাত্র ৬ দিনের প্রচেষ্টায় ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় মাঝিরঘাট ফেরি ঘাট। আগামীকাল শুক্রবার সকালে ঘাটটি আনুষ্ঠানিকভাবে চালু হওয়ায় কথা ছিল।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার ফেরি চলাচল সংক্রান্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী পদ্মা সেতুর চ্যানেলে নাব্য সংকটের কারণে শুক্রবার ফেরি পারাপার চালু করা সম্ভব হচ্ছে না। ফেরি চলাচলের উপযোগী করে চ্যানেলটি খনন করতে হবে। কবে নাগাদ এই খনন কাজ শুরু হবে এমন প্রশ্নের সুনির্দিষ্ট কোন তথ্য দিতে পারেননি তিনি। তবে শিগগিরই খনন কাজ শেষে ফেরি পারাপার শুরু করার কথা জানিয়েছেন সরকারের এই কর্মকর্তা।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
পরিশোধন ক্ষমতা বাড়ানো ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ বছর আগে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) ইউনিট-২ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু প্রকল্পটি দফায় দফায় সংশোধন করা হয়। এতে ব্যয় ১৩ হাজার কোটি থেকে বেড়ে দাঁড়ায় ৪২ হাজার কোটি টাকায়।
৩৮ মিনিট আগেনজরদারির অভাবে সুন্দরবনে আবারও বেড়েছে বনদস্যুদের তৎপরতা। বনের ২০টি পয়েন্টে বেপরোয়া ১০টি বাহিনী। জেলে ও বাওয়ালিদের জিম্মি করে এই বাহিনীর সদস্যরা লাখ লাখ টাকা আদায় করছে। মুক্তিপণ ছাড়া মিলছে না কারও মুক্তি। চলে নির্যাতনও। আতঙ্কিত বনজীবীদের অনেকেই ভয়ে পেশা বদলাচ্ছেন। এই পরিস্থিতিতে জনবল ও অস্ত্র সংকটের
৪৩ মিনিট আগেচলতি বছরের ১১ আগস্ট। যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের সোনাচুনি বিলের মধ্যে একটি গাছের সঙ্গে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় লিমন শেখ (২৫) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার বুইকারা গ্রামের কাসেম শেখের ছেলে। শারীরিক প্রতিবন্ধী হলেও তিনি ইঞ্জিনচালিত ভ্যান চালিয়ে সংসার চালাতেন।
৩ ঘণ্টা আগেগাইবান্ধার ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট প্রকট আকার ধারণ করেছে। ৪৮টি পদ শূন্য থাকায় স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে অ্যানেসথেসিয়া চিকিৎসকের ঢাকায় প্রেষণে থাকা এবং দুই মেডিকেল কর্মকর্তার দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি।
৩ ঘণ্টা আগে