বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে হঠাৎ পেঁয়াজের বাজার অস্থির হয়ে উঠেছে। ভারত থেকে আমদানি খরচ বৃদ্ধির অজুহাতে দফায় দফায় বাড়ছে পেঁয়াজের দাম। গত তিন দিনের ব্যবধানে কেজিতে ৪৫ থেকে ৫০ টাকা বেড়ে প্রতিকেজি পেঁয়াজ বন্দরে পাইকারি বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা দরে।
আজ সোমবার দুপুরে হিলি স্থলবন্দরে গিয়ে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, পূজার ছুটির পর গত বৃহস্পতিবার হিলি স্থলবন্দরে আমদানি করা পেঁয়াজ বিক্রি হয় ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে। সেই পেঁয়াজ গত শনিবার বন্দরে বিক্রি হয় ৮৫ থেকে ৯০ টাকা কেজিতে। আর আজ সোমবার সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকায়।
হিলি স্থলবন্দরের কমিশন ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, ‘হিলি স্থলবন্দরে হঠাৎ পেঁয়াজের দাম বেড়েছে। দাম বাড়ায় আমরা বিপাকে পড়েছি। আগে ৬০ টাকায় যে পেঁয়াজ কিনেছি, এখন সেই পেঁয়াজ ৯৫ থেকে ১০০ টাকায় কিনছি।’
স্বপন নামের এক পাইকার বলেন, ‘পেঁয়াজের দাম দফায় দফায় বাড়ার কারণে আমাদের সমস্যায় পড়তে হচ্ছে। ব্যবসা নিয়ে বিপাকে পড়েছি।’
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন আজকের পত্রিকাকে বলেন, ভারতে পেঁয়াজের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়ছে। পাশাপাশি রপ্তানি মূল্য বাড়িয়েছে ভারত। আগে ২০৫ মার্কিন ডলারে পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে ভারত সরকার সেটি বাড়িয়ে নির্ধারণ করেছে ৮০০ ডলার। তাতে ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে প্রতি কেজিতে খরচ পড়বে ৮৮ টাকা।
হিলি কাস্টম অফিস সূত্রে জানা গেছে, গতকাল রোববার ভারতীয় ১৫ ট্রাকে সাড়ে ৩০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে এ বন্দর দিয়ে।
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে হঠাৎ পেঁয়াজের বাজার অস্থির হয়ে উঠেছে। ভারত থেকে আমদানি খরচ বৃদ্ধির অজুহাতে দফায় দফায় বাড়ছে পেঁয়াজের দাম। গত তিন দিনের ব্যবধানে কেজিতে ৪৫ থেকে ৫০ টাকা বেড়ে প্রতিকেজি পেঁয়াজ বন্দরে পাইকারি বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা দরে।
আজ সোমবার দুপুরে হিলি স্থলবন্দরে গিয়ে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, পূজার ছুটির পর গত বৃহস্পতিবার হিলি স্থলবন্দরে আমদানি করা পেঁয়াজ বিক্রি হয় ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে। সেই পেঁয়াজ গত শনিবার বন্দরে বিক্রি হয় ৮৫ থেকে ৯০ টাকা কেজিতে। আর আজ সোমবার সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকায়।
হিলি স্থলবন্দরের কমিশন ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, ‘হিলি স্থলবন্দরে হঠাৎ পেঁয়াজের দাম বেড়েছে। দাম বাড়ায় আমরা বিপাকে পড়েছি। আগে ৬০ টাকায় যে পেঁয়াজ কিনেছি, এখন সেই পেঁয়াজ ৯৫ থেকে ১০০ টাকায় কিনছি।’
স্বপন নামের এক পাইকার বলেন, ‘পেঁয়াজের দাম দফায় দফায় বাড়ার কারণে আমাদের সমস্যায় পড়তে হচ্ছে। ব্যবসা নিয়ে বিপাকে পড়েছি।’
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন আজকের পত্রিকাকে বলেন, ভারতে পেঁয়াজের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়ছে। পাশাপাশি রপ্তানি মূল্য বাড়িয়েছে ভারত। আগে ২০৫ মার্কিন ডলারে পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে ভারত সরকার সেটি বাড়িয়ে নির্ধারণ করেছে ৮০০ ডলার। তাতে ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে প্রতি কেজিতে খরচ পড়বে ৮৮ টাকা।
হিলি কাস্টম অফিস সূত্রে জানা গেছে, গতকাল রোববার ভারতীয় ১৫ ট্রাকে সাড়ে ৩০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে এ বন্দর দিয়ে।
বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মা ও মেয়ে। আজ শুক্রবার সকালে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি কাঠালতলা এলাকায় বগুড়া-সারিয়াকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম এ তথ্য নি
১ ঘণ্টা আগেসুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগেমাদারীপুর জেলার শিবচরে বৃদ্ধা রানু বেগমকে হত্যার ঘটনায় রাসেল মাহমুদ সবুজ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে শিবচর উপজেলার পাঁচ্চর চর কান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেফরিদপুরে কুমার নদে গোসলে নেমে ডুবে যাওয়ার ২০ ঘন্টা পর শিশু সোয়াদের (৭) লাশ ভেসে ওঠেছে। আজ শুক্রবার সকালে লাশটি ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।
৩ ঘণ্টা আগে