Ajker Patrika

‘রামদা জাহাঙ্গীর’কে পিটুনি দিয়ে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

ঠাকুরগাঁও, প্রতিনিধি
গণপিটুনি দিয়ে ‘রামদা জাহাঙ্গীর’কে পুলিশে দিলেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
গণপিটুনি দিয়ে ‘রামদা জাহাঙ্গীর’কে পুলিশে দিলেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

বছর ঘুরলেও শিক্ষার্থীদের মনে ছিল সেই আতঙ্ক। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর রামদা হাতে হামলা চালিয়েছিলেন যিনি, সেই ‘রামদা জাহাঙ্গীর’ ধরা পড়লেন তাঁদেরই হাতে।

আজ রোববার ঠাকুরগাঁও আদালত চত্বরে ধর্ষণের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদে অংশ নিতে গিয়ে রোষানলে পড়েন তিনি। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাঁকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

আটক মো. জাহাঙ্গীর সদর উপজেলার পুলিশ লাইনস এলাকার বাসিন্দা। তিনি যুবলীগের সক্রিয় কর্মী। গত বছর শিক্ষার্থীদের বিক্ষোভে রামদা হাতে হামলা চালানোর কারণে তাঁকে ‘রামদা জাহাঙ্গীর’ নামে ডাকা হয়।

ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী রাকিব বলেন, ‘আমরা তার চেহারা মনে রেখেছিলাম। সে আমাদের ভাই-বোনদের ওপর হামলা করেছিল। আদালত এলাকায় তাকে দেখে প্রথমে বিশ্বাস না হলেও পরে নিশ্চিত হয়ে আমরা প্রতিবাদ করি।’

আরেক শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, এই সন্ত্রাসীরা নানা রূপে সমাজে ঘুরে বেড়ায়। আজ তিনি ধরা পড়েছেন, এটাই বড় প্রাপ্তি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে ব্যবস্থা নিলে এত দিন তাঁকে এভাবে ঘুরতে হতো না।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বলেন, জাহাঙ্গীরকে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আগের মামলাগুলো খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত