নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
ভবিষ্যতে দিনাজপুরের নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলা আওয়ামী লীগে যেন পকেট কমিটি না হয় এ কারণে নেতা-কর্মীদের সতর্ক থাকা ও এ বিষয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক, এমপি।
এমপি শিবলী সাদিক বলেছেন, ‘আমি জীবিত থাকতে দিনাজপুর ৬ আসনে পকেট কমিটি হতে দেব না।’ আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর গ্রেনেড হামলা ও নিহতদের স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।
সভায় বক্তব্যে শিবলী সাদিক এমপি বলেন, ‘কয়েকটি ইউনিয়নে আওয়ামী লীগের পকেট কমিটি করায় পরবর্তীতে সেই ইউনিয়নে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। এবারও পকেট কমিটি করতে আওয়ামী লীগের কতিপয় নেতা তোড়জোড় শুরু করেছে। তাদের অপচেষ্টা রুখে দিয়ে শেখ হাসিনার নির্দেশনা মেনে ভবিষ্যতে ইউনিয়ন কমিটি করতে ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগ পরিবার থেকে সদস্য নিতে নেতা-কর্মীদের আহ্বান জানাই।’
সেই সঙ্গে গোপনে দলীয় বিশৃঙ্খলাকারীদের সঙ্গে আঁতাতকারীদের ভবিষ্যতে দলীয় সদস্যপদ হারানোর সন্দেহ পোষণ করেন এমপি শিবলী।
রোববার সকালে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সহসভাপতি মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সংসদ সদস্য শিবলী সাদিক ছাড়াও বক্তব্য রাখেন—উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান মানিক, সহসভাপতি মো. সাদেকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রুবেল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া, পুটিমারা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলামসহ ইউনিয়নের কমিটির সভাপতি ও সম্পাদকেরা।
এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম, বীর মুক্তিযোদ্ধা মো. একলাছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. আবুল বাশার সবুজ, সাবেক ছাত্রলীগের সভাপতি মো. শাহিনুর রহমান সবুজ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. শামসুজ্জামান শানু, যুবলীগের যুগ্ম আহ্বায়ক দিলীপ কুমার ও মেহেদী হাসান, ছাত্রলীগ নেতা আরিফুজ্জামান জনি, আওয়ামী লীগের শালখুরিয়া ইউনিয়নের আহ্বায়ক মো. নুরুল আমিন ও আ. লীগের গোলাপগঞ্জ ইউনিয়ন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন ও ছাত্রলীগ নেতা তৌহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ভবিষ্যতে দিনাজপুরের নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলা আওয়ামী লীগে যেন পকেট কমিটি না হয় এ কারণে নেতা-কর্মীদের সতর্ক থাকা ও এ বিষয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক, এমপি।
এমপি শিবলী সাদিক বলেছেন, ‘আমি জীবিত থাকতে দিনাজপুর ৬ আসনে পকেট কমিটি হতে দেব না।’ আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর গ্রেনেড হামলা ও নিহতদের স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।
সভায় বক্তব্যে শিবলী সাদিক এমপি বলেন, ‘কয়েকটি ইউনিয়নে আওয়ামী লীগের পকেট কমিটি করায় পরবর্তীতে সেই ইউনিয়নে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। এবারও পকেট কমিটি করতে আওয়ামী লীগের কতিপয় নেতা তোড়জোড় শুরু করেছে। তাদের অপচেষ্টা রুখে দিয়ে শেখ হাসিনার নির্দেশনা মেনে ভবিষ্যতে ইউনিয়ন কমিটি করতে ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগ পরিবার থেকে সদস্য নিতে নেতা-কর্মীদের আহ্বান জানাই।’
সেই সঙ্গে গোপনে দলীয় বিশৃঙ্খলাকারীদের সঙ্গে আঁতাতকারীদের ভবিষ্যতে দলীয় সদস্যপদ হারানোর সন্দেহ পোষণ করেন এমপি শিবলী।
রোববার সকালে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সহসভাপতি মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সংসদ সদস্য শিবলী সাদিক ছাড়াও বক্তব্য রাখেন—উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান মানিক, সহসভাপতি মো. সাদেকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রুবেল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া, পুটিমারা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলামসহ ইউনিয়নের কমিটির সভাপতি ও সম্পাদকেরা।
এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম, বীর মুক্তিযোদ্ধা মো. একলাছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. আবুল বাশার সবুজ, সাবেক ছাত্রলীগের সভাপতি মো. শাহিনুর রহমান সবুজ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. শামসুজ্জামান শানু, যুবলীগের যুগ্ম আহ্বায়ক দিলীপ কুমার ও মেহেদী হাসান, ছাত্রলীগ নেতা আরিফুজ্জামান জনি, আওয়ামী লীগের শালখুরিয়া ইউনিয়নের আহ্বায়ক মো. নুরুল আমিন ও আ. লীগের গোলাপগঞ্জ ইউনিয়ন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন ও ছাত্রলীগ নেতা তৌহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১৩ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৫ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২১ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে