Ajker Patrika

স্লোগান মুখরিত সমাবেশে মির্জা ফখরুল, নেতা–কর্মীর ঢল

রংপুর থেকে রাশেদ নিজাম ও কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৫: ০৭
স্লোগান মুখরিত সমাবেশে মির্জা ফখরুল, নেতা–কর্মীর ঢল

সমাবেশস্থলে হাজির হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে তিনি সেখানে উপস্থিত হন। রংপুরের কালেক্টরেট মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ এরই মধ্যে নেতা–কর্মীদের মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে উঠেছে। পরিবহন বন্ধ থাকায় বিকল্প হিসেবে অনেকে নেতা–কর্মীই ব্যাটারিচালিত অটোরিকশা করে, পায়ে হেঁটে সমাবেশস্থলে আসেন।

নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিভিন্ন স্থানে গুলিতে দলের নেতা-কর্মী নিহত হওয়ার প্রতিবাদসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ শনিবার রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। সরেজমিনে দেখা গেছে, আজ সকাল থেকেই মিছিল আর স্লোগান নিয়ে অনেকে হেঁটে দলবল নিয়ে কালেক্টরেট ঈদগাহে আসছেন। রংপুর নগরীর সবগুলো প্রবেশপথ দিয়েই মিছিল আসছে বিএনপির সমাবেশস্থলে।

সমাবেশস্থলে হাজির হয়েছেন বিএনপি মহাসচিব এবং অন্যান্য নেতারা।রংপুর বিভাগীয় সমাবেশের সমন্বয়কারী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘বিভিন্ন বাধা, ধর্মঘট উপেক্ষা করে সমাবেশস্থলে দলীয় নেতা-কর্মীরা এসেছে। কালেক্টরেট ঈদগাহ মাঠে জনস্রোতে নেমেছে। সরকারের সকল বাধা ভেস্তে দিয়ে নেতা–কর্মীরা মহাসমাবেশ সফল করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত