গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর কয়েক দিনের টানা বৃষ্টির কারণে তিস্তা নদীতে পানি বেড়েছে। এতে রংপুরের গঙ্গাচড়ায় চরাঞ্চলে চাষ করা অপরিপক্ব বাদামখেত তলিয়ে গেছে। যা নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকেরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর গঙ্গাচড়ায় ৩৬৫ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। এর মধ্যে ৩০ হেক্টর জমির বাদাম পানিতে নিমজ্জিত হয়েছে। সেখান থেকে খরচের টাকা পুষিয়ে নিতে হিমশিম খেতে হবে বলে জানিয়েছেন কৃষকেরা।
গতকাল বুধবার উপজেলার চর মহিপুর, পূর্ব ইচলি, চর ইচলি, চর ইশোরকুল, শংকরদহ, ছালাপাক, আলফাজটারী, শেখপাড়া, চিলাখালসহ কয়েকটি চর ঘুরে দেখা গেছে, পানির নিচে তলিয়ে যাওয়া খেত থেকে গাছসহ বাদাম তুলে নৌকায় করে নিয়ে আসছেন কৃষকেরা। এসব অপরিপক্ব বাদাম গাছ থেকে ছাড়িয়ে রাস্তার ধারে পলিথিন বিছিয়ে স্তূপ করে রেখে দিচ্ছেন।
লক্ষ্মীটারী ইউনিয়নের পূর্ব ইচলি চরে বাদাম তুলছিলেন সাইয়েদুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ বছর প্রায় ১০০ শতক জমিত বাদাম চাষ করছুং। হঠাৎ ভারত থাকি নদীত পানি আসায় সউগ তলে গেইছে। আর কদিন গেইলে বাদামগুলা সউগ পুরাট হইল হয়। তা হইলে কয়টা টাকাও পাইনো হয়। কায় যানে যে হঠাৎ করি নদীর পানি আসি সউগ একে বাড়ে তলে যাইবে। তলে গেইলে এভাবে তো রাখা যায় না। এ পানি কবে কমবে। তাই তুলে নেই চোল। যা হয় হোক।’
কথা হয় চর বাগেরহাট এলাকার বাদামচাষি মফিজ উদ্দিনের সঙ্গে। তিনি এবার ৭০ শতক জমিতে বাদাম চাষ করেছেন। তিনি আক্ষেপ করে বলেন, ‘বাহে সাংবাদিকের ব্যাটা, এগুলো কি তোরা ভালো করি লেখি দিবার পান না, যাতে নদীটা দুই পার্শ্বে বান্দে? তা হইলে তো আর হামার এত কষ্ট হয় না। এত কষ্ট করি আবাদ করি যদি ঘরত তুলবার আগতে পানিত ডুবি নষ্ট হয়া যায়, তা হইলে আবাদ করি লাভ কী?’
এ বিষয়ে কথা হলে উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম জানান, আগাম অতি বৃষ্টি ও তিস্তা নদীর পানি বাড়ার ফলে উপজেলার প্রায় ৩০ হেক্টর জমির বাদাম নিমজ্জিত হয়েছে। যেহেতু আবহাওয়া প্রতিকূলে, তাই নিমজ্জিত জমি থেকে পানি অপসারণসহ রোগবালাই দমনের জন্য কৃষি বিভাগ থেকে কারিগরি পরামর্শ দেওয়া অব্যাহত রয়েছে।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর কয়েক দিনের টানা বৃষ্টির কারণে তিস্তা নদীতে পানি বেড়েছে। এতে রংপুরের গঙ্গাচড়ায় চরাঞ্চলে চাষ করা অপরিপক্ব বাদামখেত তলিয়ে গেছে। যা নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকেরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর গঙ্গাচড়ায় ৩৬৫ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। এর মধ্যে ৩০ হেক্টর জমির বাদাম পানিতে নিমজ্জিত হয়েছে। সেখান থেকে খরচের টাকা পুষিয়ে নিতে হিমশিম খেতে হবে বলে জানিয়েছেন কৃষকেরা।
গতকাল বুধবার উপজেলার চর মহিপুর, পূর্ব ইচলি, চর ইচলি, চর ইশোরকুল, শংকরদহ, ছালাপাক, আলফাজটারী, শেখপাড়া, চিলাখালসহ কয়েকটি চর ঘুরে দেখা গেছে, পানির নিচে তলিয়ে যাওয়া খেত থেকে গাছসহ বাদাম তুলে নৌকায় করে নিয়ে আসছেন কৃষকেরা। এসব অপরিপক্ব বাদাম গাছ থেকে ছাড়িয়ে রাস্তার ধারে পলিথিন বিছিয়ে স্তূপ করে রেখে দিচ্ছেন।
লক্ষ্মীটারী ইউনিয়নের পূর্ব ইচলি চরে বাদাম তুলছিলেন সাইয়েদুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ বছর প্রায় ১০০ শতক জমিত বাদাম চাষ করছুং। হঠাৎ ভারত থাকি নদীত পানি আসায় সউগ তলে গেইছে। আর কদিন গেইলে বাদামগুলা সউগ পুরাট হইল হয়। তা হইলে কয়টা টাকাও পাইনো হয়। কায় যানে যে হঠাৎ করি নদীর পানি আসি সউগ একে বাড়ে তলে যাইবে। তলে গেইলে এভাবে তো রাখা যায় না। এ পানি কবে কমবে। তাই তুলে নেই চোল। যা হয় হোক।’
কথা হয় চর বাগেরহাট এলাকার বাদামচাষি মফিজ উদ্দিনের সঙ্গে। তিনি এবার ৭০ শতক জমিতে বাদাম চাষ করেছেন। তিনি আক্ষেপ করে বলেন, ‘বাহে সাংবাদিকের ব্যাটা, এগুলো কি তোরা ভালো করি লেখি দিবার পান না, যাতে নদীটা দুই পার্শ্বে বান্দে? তা হইলে তো আর হামার এত কষ্ট হয় না। এত কষ্ট করি আবাদ করি যদি ঘরত তুলবার আগতে পানিত ডুবি নষ্ট হয়া যায়, তা হইলে আবাদ করি লাভ কী?’
এ বিষয়ে কথা হলে উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম জানান, আগাম অতি বৃষ্টি ও তিস্তা নদীর পানি বাড়ার ফলে উপজেলার প্রায় ৩০ হেক্টর জমির বাদাম নিমজ্জিত হয়েছে। যেহেতু আবহাওয়া প্রতিকূলে, তাই নিমজ্জিত জমি থেকে পানি অপসারণসহ রোগবালাই দমনের জন্য কৃষি বিভাগ থেকে কারিগরি পরামর্শ দেওয়া অব্যাহত রয়েছে।
ঢাকার ব্যস্ত পোশাক কারখানায় মেশিনের শব্দে ডুবে থেকেও তাওহীদ মিয়ার কানে ভেসে আসত সংসারের অভাব-অভিযোগ। ছয় হাজার টাকার বেতনে কোনো রকমে দিন চললেও হারিয়ে যাচ্ছিল প্রিয়জনদের মুখের হাসি। স্ত্রী শিমুর চোখে লেগে থাকত দুশ্চিন্তার ছাপ। সব মিলিয়ে ভেতরে-ভেতরে ভেঙে পড়ছিলেন তিনি।
১ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলার গাবখান চ্যানেলে ভাঙনের কবলে পড়েছে সাগরকান্দা হাট। ইতিমধ্যে হাটের একাংশ বিলীন হয়েছে খালের গর্ভে। এখন হাটের কয়েকটি শতবর্ষী রেইনট্রিগাছ ও অবশিষ্ট দোকানপাট ঝুঁকির মুখে পড়েছে।
৫ মিনিট আগেজাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আজ শুক্রবার ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে সংবাদকর্মীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
১৮ মিনিট আগেআমদানি বন্ধের সুযোগে অস্থির হয়ে উঠেছে হিলির কাঁচা মরিচের বাজার। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচের দাম বেড়েছে ১২০ টাকা। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। গত সপ্তাহের শুরুতে কাঁচা মরিচের দাম ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছে সাধারণ ক্রেতারা।
২৭ মিনিট আগে