নাগেশ্বরী সংবাদদাতা
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ফুলকুমার নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলো স্থানীয় আমিনুল ইসলামের ছেলে আবির হোসেন (৯) এবং আব্দুর রহমানের মেয়ে তাবাসসুম (১০)। সম্পর্কে তাঁরা মামাতো-ফুফাতো ভাইবোন। দুজনই বালাবাড়ী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ঘটনার দিন সকালে মাদ্রাসা থেকে পাঠ নেওয়ার এক ফাঁকে আবির, তাবাসসুম এক সহপাঠী মাহাবুব রহমানকে সঙ্গে নিয়ে নদীর তীরে যায়। সেখানকার পানিতে বসানো একটি জাল থেকে মাছ তুলতে গিয়ে দুজন নদীতে পড়ে যায়। এ সময় মাহাবুব তীরে ছিল।
দুই শিশুকে অনেকক্ষণ ধরে না দেখে মাহাবুব স্থানীয় লোকজনকে খবর দেয়। পরে এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করে এবং নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেয়। স্থানীয় লোকজন প্রথমে তাবাসসুমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘণ্টাখানেক পর আবিরের লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দিপ মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। জানা যায়, তিনটি শিশু নদীর ধারে যায়, তাদের মধ্যে দুজন ডুবে মারা গেছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।’
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নাগেশ্বরী স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘আমরা পৌঁছানোর আগেই স্থানীয়রা দুজনকে উদ্ধার করে। তাদের তথ্যমতে, নদীতে মাছ ধরতে গিয়ে শিশু দুটি ডুবে যায়।’
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ফুলকুমার নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলো স্থানীয় আমিনুল ইসলামের ছেলে আবির হোসেন (৯) এবং আব্দুর রহমানের মেয়ে তাবাসসুম (১০)। সম্পর্কে তাঁরা মামাতো-ফুফাতো ভাইবোন। দুজনই বালাবাড়ী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ঘটনার দিন সকালে মাদ্রাসা থেকে পাঠ নেওয়ার এক ফাঁকে আবির, তাবাসসুম এক সহপাঠী মাহাবুব রহমানকে সঙ্গে নিয়ে নদীর তীরে যায়। সেখানকার পানিতে বসানো একটি জাল থেকে মাছ তুলতে গিয়ে দুজন নদীতে পড়ে যায়। এ সময় মাহাবুব তীরে ছিল।
দুই শিশুকে অনেকক্ষণ ধরে না দেখে মাহাবুব স্থানীয় লোকজনকে খবর দেয়। পরে এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করে এবং নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেয়। স্থানীয় লোকজন প্রথমে তাবাসসুমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘণ্টাখানেক পর আবিরের লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দিপ মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। জানা যায়, তিনটি শিশু নদীর ধারে যায়, তাদের মধ্যে দুজন ডুবে মারা গেছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।’
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নাগেশ্বরী স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘আমরা পৌঁছানোর আগেই স্থানীয়রা দুজনকে উদ্ধার করে। তাদের তথ্যমতে, নদীতে মাছ ধরতে গিয়ে শিশু দুটি ডুবে যায়।’
জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আজ শুক্রবার ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে সংবাদকর্মীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
৭ মিনিট আগেআমদানি বন্ধের সুযোগে অস্থির হয়ে উঠেছে হিলির কাঁচা মরিচের বাজার। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচের দাম বেড়েছে ১২০ টাকা। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। গত সপ্তাহের শুরুতে কাঁচা মরিচের দাম ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছে সাধারণ ক্রেতারা।
১৬ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে খালিদ মুসাব্বির আশিক (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার হামিদপুরে নাচোল-আমনুরা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রিয়া মণ্ডল (১৭) নামে এক কিশোরী মা তাঁর ১০ দিনের শিশুকে বাঁওড়ে ফেলে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শিশুটিকে হত্যা করে তিনি নিজেও বাঁওড়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে