আশরাফুল আলম আপন (রংপুর) বদরগঞ্জ
অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের কঠোর নির্দেশনার পর রংপুরের বদরগঞ্জের প্রশাসন কিছুটা তৎপর হয়ে উঠলেও ঘাটাবিল শহীদ স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয় ঘেঁষে প্রধান শিক্ষকের অবৈধ দুটি ইটভাটা বন্ধ করতে পারেনি বলে জানা গেছে।
জানা গেছে, ঘাটাবিল শহীদ স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয় ঘেঁষে আরবিবি-১ ব্রিকস ও আরবিবি-২ ব্রিকস নামে দুটি অবৈধ ভাটা রয়েছে। দুটি ইটভাটার মালিক ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী। তিনি ওই স্কুলের প্রধান শিক্ষক এবং বদরগঞ্জ উপজেলা ভাটামালিক সমিতির সাধারণ সম্পাদক। পাশে সিবিএল ব্রিকস নামে আরও একটি অবৈধ ইটভাটা রয়েছে। সেটির মালিক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক টুটুল চৌধুরী। তবে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে গা ঢাকা দেন টুটুল চৌধুরী। এখন ওই ইটভাটা তাঁর এক চাচা চালাচ্ছেন।
গত রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, ‘তিনটি ইটভাটায় কাঁচা ইট পোড়ানো হচ্ছে। ভাটার চিমনির বিষাক্ত কালো ধোঁয়ার ঝাঁজালো গন্ধে অতিষ্ঠ হয়ে উঠছেন এলাকার মানুষ। ওই স্কুলের এক সহকারী শিক্ষক মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘ভাই, স্কুলের প্রধান শিক্ষক প্রভাবশালী হওয়ায় উপজেলা প্রশাসন রহস্যজনক কারণে তাঁর দুটি ইটভাটা বন্ধ করতে পারছে না। আমরা শিক্ষক হয়েও প্রতিবাদ করতে পারি না। কারণ ভাটামালিক শাহজাহান আমাদের স্কুলের প্রধান শিক্ষক। আমরা স্কুলে থাকলে ঠিকমতো শ্বাস নিতে পারি না। স্কুলের প্রায় শিক্ষার্থীই অসুস্থ হয়ে পড়ে।’
জানা গেছে, দেড় মাস আগে রংপুর পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় শাহজাহান আলীর আরবিবি-১ ব্রিকস ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. মলিহা খানম ওই ভাটামালিক শাহজাহান আলীকে ৭০ হাজার টাকা জরিমানা করে ১ মাসের মধ্যে ভাটা বন্ধের নির্দেশনা দেন; কিন্তু তা আজও বন্ধ হয়নি।
জানতে চাইলে শাহজাহান আলী বলেন, ‘আমার হাইকোর্টের রিট আছে। মেয়াদ থাকা পর্যন্ত প্রশাসন আমার ইটভাটা দুটি বন্ধ করে দিতে পারবে না।’
রংপুরের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক কমল কুমার বর্মণ বলেন, ‘শাহজাহানের দুটি ইটভাটাসহ তিন ইটভাটা অবৈধ। আমরা দেড় মাস আগে তাঁর একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছি। এক মাসের মধ্যে ওই ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। জনবল না থাকায় এক ইটভাটায় একবারের বেশি যাওয়া সম্ভব হয় না।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমানের মোবাইলে কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. মলিহা খানম বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা মেনে ইতিমধ্যে আমরা আরএএমবি ব্রিকস ও জেডএমবি ব্রিকস ইটভাটা বন্ধ করে দিয়েছি। রোববার কে আর এম ব্রিকস ও একতা ব্রিকস নামে দুটি ইটভাটায় অভিযান চালিয়েছি। কিন্তু হাইকোর্টের রিট থাকায় তা বন্ধ করতে পারিনি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পর্যায়ক্রমে ওই স্কুল ঘেঁষে তিনটি ইটভাটাও বন্ধ করে দেওয়া হবে।’
অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের কঠোর নির্দেশনার পর রংপুরের বদরগঞ্জের প্রশাসন কিছুটা তৎপর হয়ে উঠলেও ঘাটাবিল শহীদ স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয় ঘেঁষে প্রধান শিক্ষকের অবৈধ দুটি ইটভাটা বন্ধ করতে পারেনি বলে জানা গেছে।
জানা গেছে, ঘাটাবিল শহীদ স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয় ঘেঁষে আরবিবি-১ ব্রিকস ও আরবিবি-২ ব্রিকস নামে দুটি অবৈধ ভাটা রয়েছে। দুটি ইটভাটার মালিক ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী। তিনি ওই স্কুলের প্রধান শিক্ষক এবং বদরগঞ্জ উপজেলা ভাটামালিক সমিতির সাধারণ সম্পাদক। পাশে সিবিএল ব্রিকস নামে আরও একটি অবৈধ ইটভাটা রয়েছে। সেটির মালিক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক টুটুল চৌধুরী। তবে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে গা ঢাকা দেন টুটুল চৌধুরী। এখন ওই ইটভাটা তাঁর এক চাচা চালাচ্ছেন।
গত রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, ‘তিনটি ইটভাটায় কাঁচা ইট পোড়ানো হচ্ছে। ভাটার চিমনির বিষাক্ত কালো ধোঁয়ার ঝাঁজালো গন্ধে অতিষ্ঠ হয়ে উঠছেন এলাকার মানুষ। ওই স্কুলের এক সহকারী শিক্ষক মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘ভাই, স্কুলের প্রধান শিক্ষক প্রভাবশালী হওয়ায় উপজেলা প্রশাসন রহস্যজনক কারণে তাঁর দুটি ইটভাটা বন্ধ করতে পারছে না। আমরা শিক্ষক হয়েও প্রতিবাদ করতে পারি না। কারণ ভাটামালিক শাহজাহান আমাদের স্কুলের প্রধান শিক্ষক। আমরা স্কুলে থাকলে ঠিকমতো শ্বাস নিতে পারি না। স্কুলের প্রায় শিক্ষার্থীই অসুস্থ হয়ে পড়ে।’
জানা গেছে, দেড় মাস আগে রংপুর পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় শাহজাহান আলীর আরবিবি-১ ব্রিকস ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. মলিহা খানম ওই ভাটামালিক শাহজাহান আলীকে ৭০ হাজার টাকা জরিমানা করে ১ মাসের মধ্যে ভাটা বন্ধের নির্দেশনা দেন; কিন্তু তা আজও বন্ধ হয়নি।
জানতে চাইলে শাহজাহান আলী বলেন, ‘আমার হাইকোর্টের রিট আছে। মেয়াদ থাকা পর্যন্ত প্রশাসন আমার ইটভাটা দুটি বন্ধ করে দিতে পারবে না।’
রংপুরের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক কমল কুমার বর্মণ বলেন, ‘শাহজাহানের দুটি ইটভাটাসহ তিন ইটভাটা অবৈধ। আমরা দেড় মাস আগে তাঁর একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছি। এক মাসের মধ্যে ওই ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। জনবল না থাকায় এক ইটভাটায় একবারের বেশি যাওয়া সম্ভব হয় না।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমানের মোবাইলে কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. মলিহা খানম বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা মেনে ইতিমধ্যে আমরা আরএএমবি ব্রিকস ও জেডএমবি ব্রিকস ইটভাটা বন্ধ করে দিয়েছি। রোববার কে আর এম ব্রিকস ও একতা ব্রিকস নামে দুটি ইটভাটায় অভিযান চালিয়েছি। কিন্তু হাইকোর্টের রিট থাকায় তা বন্ধ করতে পারিনি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পর্যায়ক্রমে ওই স্কুল ঘেঁষে তিনটি ইটভাটাও বন্ধ করে দেওয়া হবে।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৩ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৩ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৫ ঘণ্টা আগে