আজকের পত্রিকা ডেস্ক
আজকের পত্রিকার অনলাইন সংস্করণে ‘নাশকতার আসামি সাবেক শিবির নেতার জন্য পুলিশ কমিশনারকে বাদশার ফোন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তিনি বলেছেন, ‘আমার ছবিসহ প্রকাশিত প্রতিবেদনটি সর্বৈব মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।’
তিনি বলেন, প্রকৃত তথ্য হলো, ‘রাজশাহী মহানগর আওয়ামী লীগ নেতা ও রাজশাহী সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম বাবু রাজশাহী মসজিদ মিশন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হিসেবে আমাকে জানান যে, ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষকে পুলিশ গ্রেপ্তার করেছে। জনাব বাবু পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে চাইলে আমি একবার মাত্র তাকে ফোন করে বাবুকে তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিই।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে ফলাও করে প্রতিবেদন প্রকাশ করার হলেও সংশ্লিষ্ট পত্রিকাটির কেউ আমার সঙ্গে একটিবারের জন্যও যোগাযোগ করেননি। অথচ প্রকাশিত সংবাদে দিব্যি আমার বক্তব্য বসিয়ে দেওয়া হয়েছে। আজকের পত্রিকার মতো একটি দায়িত্বশীল সংবাদপত্র কীভাবে এমন একটি স্পর্শকাতর বিষয়ে আমার সঙ্গে ন্যূনতম যোগাযোগ না করেই সংবাদ প্রকাশ করল তা আমার বোধগম্য নয়।’ বিশেষ কোনো উদ্দেশ্য হাসিলের জন্য এই সংবাদটি পরিবেশন করা হয়েছে কিনা তা তদন্তেরও দাবি জানান তিনি।
প্রতিবেদকের বক্তব্য
ফজলে হোসেন বাদশাকে শনিবার (২৭ জুলাই) দুপুর ১২টা ৩২ মিনিটে ফোন কল করা হয় এবং তাঁর সঙ্গে ২ মিনিট ৩২ সেকেন্ড কথা হয়। সেই ফোন কলের রেকর্ড প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে। এই প্রতিবেদনে প্রতিবেদকের কোনো মনগড়া বক্তব্য নেই। ফজলে হোসেন বাদশা এবং শরিফুল ইসলাম বাবু যা বলেছেন তা হুবহু লেখা হয়েছে। প্রতিবেদকের কাছে শরিফুল ইসলাম বাবুর সঙ্গে ফোন কলের রেকর্ডও সংরক্ষিত আছে।
আজকের পত্রিকার অনলাইন সংস্করণে ‘নাশকতার আসামি সাবেক শিবির নেতার জন্য পুলিশ কমিশনারকে বাদশার ফোন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তিনি বলেছেন, ‘আমার ছবিসহ প্রকাশিত প্রতিবেদনটি সর্বৈব মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।’
তিনি বলেন, প্রকৃত তথ্য হলো, ‘রাজশাহী মহানগর আওয়ামী লীগ নেতা ও রাজশাহী সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম বাবু রাজশাহী মসজিদ মিশন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হিসেবে আমাকে জানান যে, ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষকে পুলিশ গ্রেপ্তার করেছে। জনাব বাবু পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে চাইলে আমি একবার মাত্র তাকে ফোন করে বাবুকে তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিই।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে ফলাও করে প্রতিবেদন প্রকাশ করার হলেও সংশ্লিষ্ট পত্রিকাটির কেউ আমার সঙ্গে একটিবারের জন্যও যোগাযোগ করেননি। অথচ প্রকাশিত সংবাদে দিব্যি আমার বক্তব্য বসিয়ে দেওয়া হয়েছে। আজকের পত্রিকার মতো একটি দায়িত্বশীল সংবাদপত্র কীভাবে এমন একটি স্পর্শকাতর বিষয়ে আমার সঙ্গে ন্যূনতম যোগাযোগ না করেই সংবাদ প্রকাশ করল তা আমার বোধগম্য নয়।’ বিশেষ কোনো উদ্দেশ্য হাসিলের জন্য এই সংবাদটি পরিবেশন করা হয়েছে কিনা তা তদন্তেরও দাবি জানান তিনি।
প্রতিবেদকের বক্তব্য
ফজলে হোসেন বাদশাকে শনিবার (২৭ জুলাই) দুপুর ১২টা ৩২ মিনিটে ফোন কল করা হয় এবং তাঁর সঙ্গে ২ মিনিট ৩২ সেকেন্ড কথা হয়। সেই ফোন কলের রেকর্ড প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে। এই প্রতিবেদনে প্রতিবেদকের কোনো মনগড়া বক্তব্য নেই। ফজলে হোসেন বাদশা এবং শরিফুল ইসলাম বাবু যা বলেছেন তা হুবহু লেখা হয়েছে। প্রতিবেদকের কাছে শরিফুল ইসলাম বাবুর সঙ্গে ফোন কলের রেকর্ডও সংরক্ষিত আছে।
পতিসরে বিশ্বকবির স্মৃতি নিদর্শনের অন্যতম কাছারি বাড়ি। একসময় জমিদারি দেখাশোনার জন্য এই কাছারি বাড়িতে এসেছিলেন কবিগুরু। এখানে বসে অসংখ্য গান ও কবিতা রচনা করেছেন তিনি। সেই স্মৃতি আজও বয়ে বেড়ায় পতিসরের মানুষ।
১ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা থেকে ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছোট ভাই নাদিম মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বসুন্ধরা ডি-ব্লকের একটি বাসা থেকে গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।
১ ঘণ্টা আগেআজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ কুঠিবাড়িতে নানা আয়োজন করা হয়েছে। আজ থেকে সেখানে শুরু হচ্ছে কবির গান, কবিতা, শিল্প-সাহিত্য নিয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক...
১ ঘণ্টা আগেজুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার ঘটনায় অন্তত ৭৪টি মামলার তদন্ত করছে পুলিশের বিশেষায়িত ইউনিট—পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসব ঘটনায় নিহত ব্যক্তিদের অধিকাংশের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। ময়নাতদন্ত না হওয়ায় হত্যা মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ কর্মকর্তারা কিছুটা বিপাকে পড়ছেন।
৭ ঘণ্টা আগে