প্রতিনিধি, ডিমলা (নীলফামারী)
নীলফামারীর ডিমলায় একই দিনে দুজনের মরদেহ উদ্ধার করেছে ডিমলা থানা-পুলিশ। নিহতের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। সোমবার দুপুরে পূর্ব ছাতনাই ইউনিয়নের কলোনী বাজার ও মাস্টারপাড়া এলাকা থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পূর্ব ছাতনাই ইউনিয়নের ছাতনাই এলাকার নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় নব বধূ রুমানা বেগমের (২০)। ৭ মাস আগে ওই এলাকার আব্দুল মতিনের সঙ্গে তাঁর বিয়ে হয়।
এ ছাড়া কলোনী বাজার টাওয়ার এলাকার নিজ বাড়ি থেকে শাহ কামাল (২৮) নামে আরেক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার আমিন ফকিরের ছেলে। তাঁর দুই সন্তান আছে।
পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, মেয়েটি ৫ নম্বর ওয়ার্ডের এবং ছেলেটি ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আত্মহত্যার ঘটনা প্রকাশ হলে ডিমলায় থানায় জানানো হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা পুলিশ গ্রহণ করছে।
ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে নীলফামারী জেনারেল হাসপাতাল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
নীলফামারীর ডিমলায় একই দিনে দুজনের মরদেহ উদ্ধার করেছে ডিমলা থানা-পুলিশ। নিহতের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। সোমবার দুপুরে পূর্ব ছাতনাই ইউনিয়নের কলোনী বাজার ও মাস্টারপাড়া এলাকা থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পূর্ব ছাতনাই ইউনিয়নের ছাতনাই এলাকার নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় নব বধূ রুমানা বেগমের (২০)। ৭ মাস আগে ওই এলাকার আব্দুল মতিনের সঙ্গে তাঁর বিয়ে হয়।
এ ছাড়া কলোনী বাজার টাওয়ার এলাকার নিজ বাড়ি থেকে শাহ কামাল (২৮) নামে আরেক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার আমিন ফকিরের ছেলে। তাঁর দুই সন্তান আছে।
পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, মেয়েটি ৫ নম্বর ওয়ার্ডের এবং ছেলেটি ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আত্মহত্যার ঘটনা প্রকাশ হলে ডিমলায় থানায় জানানো হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা পুলিশ গ্রহণ করছে।
ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে নীলফামারী জেনারেল হাসপাতাল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হাজিরহাট থেকে যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের দিকে আসছিলেন সিএনজিচালক হাসান। সিএনজিটি উপকূল সরকারি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা অপর একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় হাসানসহ ছয়জন আহত হয়।
১৪ মিনিট আগেপুলিশের সাবেক ডিআইজি ও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৭ মিনিট আগেপাবনার সাঁথিয়ায় ৫ হাজার শিক্ষার্থীকে ক্যারিয়ার বিষয়ে গাইড প্রশিক্ষণ দিয়েছে জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর নামে প্রতিষ্ঠিত শহীদ মাওলানা নিজামী ফাউন্ডেশন। এসময় শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
৩৩ মিনিট আগেঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সগির (২৫) নামের এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় সুধার বাড়ির সামনে এই ঘটনা ঘটে। নিহত সগির শুভাঢ্যা উত্তরপাড়া এলাকার আমির হোসেনের ছেলে এবং তিনি রাজধানীর ইসলামপুরে একটি কাপড়ের দোকানে কাজ করতেন।
৪২ মিনিট আগে