Ajker Patrika

ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সম্পাদককে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১০: ৫৪
ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সম্পাদককে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন

অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হ‌ুমায়ূন কবিরকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

গতকাল সোমবার সন্ধ্যার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকায় ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়া হয়েছেপ্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে অনৈতিক কার্যকলাপে সঙ্গে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হ‌ুমায়ূন কবিরকে অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তের জন্য মেহেদি হাসান সানি ও মহিউদ্দীন অপুকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

এ বিষয়ে জানতে হ‌ুমায়ূন কবিরের মোবাইল ফোনে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত