Ajker Patrika

ভালুকায় ৬ ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 
ভালুকায় ৬ ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর আজ বুধবার দিনব্যাপী ভালুকা উপজেলার ইটভাটায় অভিযান চালিয়ে ছয়টি ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে। নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন ও ভূমির উপরিভাগের মাটি ব্যবহারে দায়ে এ জরিমানা করা হয়েছে। এ সময় ৩টি ইটভাটার আংশিক ভেঙ্গে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদের নেতৃত্বে এবং জেলা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভালুকা উপজেলার পলাশতলী গ্রামে সেভার ব্রিকস, সাফা ব্রিকস, রিফাত ব্রিকস ও খারুয়ালী গ্রামে সিদ্দিকীয়া ব্রিকসকে ছয় লাখ টাকা করে এবং উপজেলার মেদিলা গ্রামে আলম ব্রিকস ও পাঠান ব্রিকসকে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিহির লাল সরদার ও সহকারী পরিচালক নাজিয়া আক্তার উপস্থিত ছিলেন। 

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ জানান, নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন ও অবৈধ ভাবে ভূমির টপসয়েল ব্যবহার করার দায়ে এসব ভাটাকে জরিমানা করা হয়েছে। এ সময় তিনটি ভাটার আংশিক ভেঙ্গে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত