Ajker Patrika

অটোরিকশাচালককে হত্যার ঘটনায় থানায় মামলা, আটক ১ 

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৪: ৫৮
অটোরিকশাচালককে হত্যার ঘটনায় থানায় মামলা, আটক ১ 

ময়মনসিংহে মোটরসাইকেলের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় চালক তাপস চন্দ্র সরকারকে (৩৬) হত্যার ঘটনায় খোকন মিয়াকে (২৬) আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা  হয়েছে। এর আগে রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর বলাশপুরের হাক্কানী মোড় এলাকায় হত্যার ঘটনাটি ঘটেছে।

হত্যাকাণ্ডের সঙ্গে আরও জড়িতরা হলো বলাশপুর কসাইপাড়ার সহর আলীর ছেলে মো. সোহেল (১৬), বলাশপুর মোড়লবাড়ির আকরাম হোসেনের ছেলে মো. মনির (১৬), বলাশপুর ফকিরবাড়ির বিল্লাল হোসেনের ছেলে মো. সাগর (১৬), কেওয়াটখালী ওয়াপদা মোড়ের চুন্নু মিয়ার ছেলে মো. রোহান (১৬) ও বলাশপুর মধ্যপাড়ার মো. হাসেমের ছেলে মো. রাফি (১৬)।

জানা গেছে, গতকাল আনুমানিক রাত ৮টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটসংলগ্ন এলাকায় মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের গ্লাস ভেঙে যায়। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এতে মোটরসাইকেলচালক ক্ষিপ্ত হয়ে স্থানীয় আরও চার-পাঁচজনকে সঙ্গে নিয়ে অটোচালক তাপস চন্দ্রকে বেধড়ক মারধর করেন। পরে অটোরিকশাচালককে মারতে মারতে হাক্কানীর মোড়ে নিয়ে যান এবং পানের দোকান থেকে চাকু নিয়ে হত্যা করেন। স্থানীয়রা অটোরিকশাচালককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাপস চন্দ্রকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পানদোকানি খোকন মিয়াকে আটক করেছে পুলিশ। হত্যায় জড়িত অন্যদের আটক করতে অভিযান চালানো হচ্ছে। আজ রোববার সকালে মৃতের ভাই সুমন চন্দ্র সরকার কোতোয়ালি মডেল থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মৃতের ভাই সুমন চন্দ্র সরকার বলেন, ‘আমরা হিন্দুরা অনেকটাই নিরীহভাবে চলাচল করি। আমাদের কারও সঙ্গে কোনো পূর্ববিরোধ নেই। প্রথমে মনে করছি, আমার ভাই দুর্ঘটনায় মারা গেছে। কিন্তু পরে পুলিশ বলেছে ভাইকে ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’

মৃতের শ্যালক রনি চন্দ্র বংশী বলেন, ‘আমার বোনজামাইকে এভাবে হত্যা করা হবে তা কোনো দিন ভাবতে পারিনি। তিনি সংসারের একমাত্র অবলম্বন ছিলেন। তাঁর তিনটি মেয়ে রয়েছে। এখন আমার বোন ও মেয়েরা কীভাবে চলবে? আশা করছি, যাঁরা এ ন্যক্কারজনক ঘটনাটি ঘটিয়েছেন, পুলিশ তাঁদের অচিরেই আইনের আওতায় আনবে।’

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘তাপস চন্দ্র সরকার ধোবাউড়া-ময়মনসিংহ রুটে অটোরিকশা চালাতেন। গতকাল রাতে যাত্রী নামিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটে এলে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে গ্লাস ভেঙে যায়। এতে মোটরসাইকেলচালক মনির ও তাঁর সহযোগীরা বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তাপস চন্দ্রকে মারতে মারতে হাক্কানী মোড়ে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে পানের দোকান থেকে একটি চাকু নিয়ে তাঁর পিঠে আঘাত করেন। পরে স্থানীয়রা তাঁকে গুরুতর আহতাবস্থায় মমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাপস চন্দ্রকে মৃত ঘোষণা করেন।’

ওসি আরও বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। পানদোকানি খোকন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কি না, বিষয়টি জানতে তাঁকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত