Ajker Patrika

সমাবেশ থেকে ফেরার পথে আ. লীগ-বিএনপির সংঘর্ষ

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১৯: ১৩
সমাবেশ থেকে ফেরার পথে আ. লীগ-বিএনপির সংঘর্ষ

ময়মনসিংহে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এই ঘটনায় এক পুলিশ সদস্য ও নগরীর ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মাসুমসহ চারজন আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রেলওয়ে পুলিশ টিয়ার শেল ও শব্দ বোমা ফাটায়। 

আজ শনিবার সন্ধ্যায় নগরীর রেলওয়ে চত্বরে এ ঘটনা ঘটে। 

বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে স্টেশনে আসলে কৃষ্ণচূড়া চত্বর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। 

বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত একজন

এদিকে আওয়ামী লীগ নেতা-কর্মীদের অভিযোগ, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী নগরীর কৃষ্ণচূড়া চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তাঁরা। এ সময় বিএনপির সমাবেশ থেকে ফেরত একদল নেতা-কর্মী তাঁদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে তাঁরা পাল্টাপাল্টি ধাওয়া দিয়ে তাঁদের প্রতিহত করার চেষ্টা করেন। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে রেলওয়ে পুলিশ টিয়ার শেল ও শব্দ বোমা ফাটায়এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। 

ঘটনাস্থলে দায়িত্বরত ১ নম্বর ফাঁড়ির উপপরিদর্শক আনোয়ার হোসেন জানান, আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সন্ধ্যায় ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত