Ajker Patrika

সমাবেশ থেকে ফেরার পথে আ. লীগ-বিএনপির সংঘর্ষ

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১৯: ১৩
সমাবেশ থেকে ফেরার পথে আ. লীগ-বিএনপির সংঘর্ষ

ময়মনসিংহে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এই ঘটনায় এক পুলিশ সদস্য ও নগরীর ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মাসুমসহ চারজন আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রেলওয়ে পুলিশ টিয়ার শেল ও শব্দ বোমা ফাটায়। 

আজ শনিবার সন্ধ্যায় নগরীর রেলওয়ে চত্বরে এ ঘটনা ঘটে। 

বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে স্টেশনে আসলে কৃষ্ণচূড়া চত্বর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। 

বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত একজন

এদিকে আওয়ামী লীগ নেতা-কর্মীদের অভিযোগ, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী নগরীর কৃষ্ণচূড়া চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তাঁরা। এ সময় বিএনপির সমাবেশ থেকে ফেরত একদল নেতা-কর্মী তাঁদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে তাঁরা পাল্টাপাল্টি ধাওয়া দিয়ে তাঁদের প্রতিহত করার চেষ্টা করেন। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে রেলওয়ে পুলিশ টিয়ার শেল ও শব্দ বোমা ফাটায়এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। 

ঘটনাস্থলে দায়িত্বরত ১ নম্বর ফাঁড়ির উপপরিদর্শক আনোয়ার হোসেন জানান, আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সন্ধ্যায় ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত