Ajker Patrika

সরিষাবাড়ীর ১৫ গ্রামে ঈদুল আজহা উদ্‌যাপিত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সরিষাবাড়ীর ১৫ গ্রামে ঈদুল আজহা উদ্‌যাপিত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১৫টি গ্রামের একাংশ মুসল্লি পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করেছেন। আজ শনিবার সকাল ৮টায় জামায়াতে নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদ উদ্‌যাপন করেন তাঁরা।

উপজেলার দক্ষিণ বলারদিয়ার গ্রামে মাস্টার বাড়ি জামে মসজিদের ঈদগাহে ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হয়। এতে আজিম উদ্দিন মাস্টার ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। 

ইমাম আজিম উদ্দিন জানান, দেড় যুগ ধরে সৌদিসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করে আসছেন তাঁরা। এর ধারাবাহিকতায় এ বছর উপজেলার মুলবাড়ী, বলারদিয়ার, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বালিয়া, বনগ্রাম, হোসনাবাদ, বাউসী, পুঠিয়ারপাড়, বগারপাড়, পাটাবুগাসহ ১৫টি গ্রামের তিন শতাধিক নারী-পুরুষ ঈদের জামায়াতে অংশ নেন। নামাজ শেষে পশু কোরবানি করা হয়।

সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ বলেন, প্রতি বছরের মতো এবারও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বলারদিয়ার এলাকায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে সকাল থেকেই সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত