Ajker Patrika

কৃষকের কাচা ধান কেটে ফেলেছে দুর্বৃত্তরা

প্রতিনিধি
কৃষকের কাচা ধান কেটে ফেলেছে দুর্বৃত্তরা

হরিরামপুর (মানিকগঞ্জ): মানিকগঞ্জের হরিরামপুরে হায়াত আলী নামের এক কৃষকের কাচা ধান কেটে জমিতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতের কোন একসময়ে চালা ইউনিয়নের সট্টি এলাকার ভাতছালা বিলে এ ঘটনা ঘটে।

জমির মালিক হায়াত আলী জানান, তার পুরান বাড়ি উপজেলার সট্টি এলাকায়। বর্তমানে তিনি বলড়া ইউনিয়নের বহলাতলী এলাকায় বসবাস করেন। পুরান বাড়ি সট্টি এলাকায় ভাতছালা বিলে পৈত্রিক জমিজমা রয়েছে। গতকাল শনিবার জানতে পারেন কে বা কারা তার ৭ শতাংশ জমির ধান কেটে ফেলে রেখে গেছে। পরে তিনি সট্টি এলাকার সাবেক দুই ইউপি সদস্য এবং চালা ইউনিয়নের চেয়ারম্যানকে বিষয়টি জানান।

চালা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শুক্কুর আলী বলেন,  কে বা কারা হায়াত আলীর জমির কাচা ধান কেটে ফেলেছে তা তিনি জানেন না। এই ঘটনার সঠিক বিচারের দাবি করেন তিনি।

হরিরামপুর থানার ওসি মুঈদ চৌধুরী জানান,  এখনও এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব বিপুল ভোটে পাস, বিপক্ষে ভোট দিল যারা

একটি রাজনৈতিক দলের মুখে আল্লাহর নাম, নির্বাচনে জিততে করে মিথ্যাচার: জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

চার্লি কার্কের সন্দেহভাজন হত্যাকারী আটক, বয়স ২২

রপ্তানিতে দ্বিতীয় থেকে ১০ নম্বরে নামল চিংড়ি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত