শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌপথে দ্বিতীয় দিনেও বন্ধ রয়েছে নৌযান চলাচল। গতকাল শনিবার সকাল থেকে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (বিআইডব্লিউটিএ)। তবে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ আরিচা বন্দর ও নৌ-নিট্রা কর্মকর্তা এস এম সাজ্জাদুর রহমান।
এদিকে নৌযান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে এসব রুটের যাত্রীরা। বিশেষ করে লঞ্চ-স্পিডবোট বন্ধ থাকায় যাত্রীরা বাধ্য হয়ে ফেরি ও ট্রলারে ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছে।
আজ রোববার দুপুরে ঢাকা থেকে আসা পাটুরিয়া লঞ্চঘাটে নদী পারের অপেক্ষায় থাকা ফারুক হোসেন বলেন, ‘ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশে পাটুরিয়া ঘাটে এসেছি। এখানে এসে দেখি পাটুরিয়া-দৌলতদিয়া রুটের সব লঞ্চ চলাচল বন্ধ। বিআইডব্লিউটিএর সদস্যরা ঘাটে আসা লঞ্চযাত্রীদের ফেরিতে পার হওয়ার পরামর্শ দিচ্ছেন।’
একই ঘাটে অপেক্ষমাণ অপর যাত্রী দিদারুল আমীন আক্ষেপ করে বলেন, ‘ঝড় রয়েছে সাগরে, আঘাত হানবে উপকূলে, আর নৌযান বন্ধ এই অঞ্চলে। এমন সিদ্ধান্ত নেহাত পাগলামি ছাড়া কিছু না।’
স্থানীয় বাসিন্দা শাজাহান বিশ্বাস বলেন, এই অঞ্চলের আবহাওয়া এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। সুতরাং আগে থেকেই নৌযান চলাচল বন্ধ রাখা মোটেও উচিত হয়নি।
এদিকে পাটুরিয়া ও আরিচা ঘাট ঘুরে দেখা যায়, লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ফেরিতে যাত্রীর চাপ বেড়েছে। ঘাটে ফেরিতে সাধারণ যানবাহন লোড-আনলোডে দেরি হওয়ায় অনেকেই ঝুঁকি নিয়ে ট্রলারে নদী পার হচ্ছে। উভয় ঘাটের ৩২টি লঞ্চ ও শতাধিক স্পিডবোট নিরাপদ স্থানে নোঙর করা রয়েছে।
পাটুরিয়া নৌ থানা ইন্সপেক্টর মো. মিজানুর রহমান জানান, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ অভ্যন্তরীণ রুটের সব নৌযান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। গত দুই দিন পাটুরিয়া ও আরিচা নৌপথের ফেরি ছাড়া সব নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে এই অঞ্চলে আবহাওয়া এখন পর্যন্ত স্বাভাবিক থাকলেও লঞ্চ ও ছোট নৌযান যাতে চলাচলে বিরত থাকে, সেদিকে সতর্কতামূলক প্রচারণাসহ ঘাট এলাকায় পুলিশের প্রহরা রয়েছে।
এদিকে ট্রলারে ঝুঁকি নিয়ে পারাপারের বিষয়ে ইন্সপেক্টর মিজানুর রহমান বলেন, পুলিশের অগোচরে ঘাট এলাকার বাইরে থেকে কিছু ট্রলারে যাত্রী বহন করা হতে পারে। তবে তা এখনই বন্ধের ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন:
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌপথে দ্বিতীয় দিনেও বন্ধ রয়েছে নৌযান চলাচল। গতকাল শনিবার সকাল থেকে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (বিআইডব্লিউটিএ)। তবে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ আরিচা বন্দর ও নৌ-নিট্রা কর্মকর্তা এস এম সাজ্জাদুর রহমান।
এদিকে নৌযান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে এসব রুটের যাত্রীরা। বিশেষ করে লঞ্চ-স্পিডবোট বন্ধ থাকায় যাত্রীরা বাধ্য হয়ে ফেরি ও ট্রলারে ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছে।
আজ রোববার দুপুরে ঢাকা থেকে আসা পাটুরিয়া লঞ্চঘাটে নদী পারের অপেক্ষায় থাকা ফারুক হোসেন বলেন, ‘ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশে পাটুরিয়া ঘাটে এসেছি। এখানে এসে দেখি পাটুরিয়া-দৌলতদিয়া রুটের সব লঞ্চ চলাচল বন্ধ। বিআইডব্লিউটিএর সদস্যরা ঘাটে আসা লঞ্চযাত্রীদের ফেরিতে পার হওয়ার পরামর্শ দিচ্ছেন।’
একই ঘাটে অপেক্ষমাণ অপর যাত্রী দিদারুল আমীন আক্ষেপ করে বলেন, ‘ঝড় রয়েছে সাগরে, আঘাত হানবে উপকূলে, আর নৌযান বন্ধ এই অঞ্চলে। এমন সিদ্ধান্ত নেহাত পাগলামি ছাড়া কিছু না।’
স্থানীয় বাসিন্দা শাজাহান বিশ্বাস বলেন, এই অঞ্চলের আবহাওয়া এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। সুতরাং আগে থেকেই নৌযান চলাচল বন্ধ রাখা মোটেও উচিত হয়নি।
এদিকে পাটুরিয়া ও আরিচা ঘাট ঘুরে দেখা যায়, লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ফেরিতে যাত্রীর চাপ বেড়েছে। ঘাটে ফেরিতে সাধারণ যানবাহন লোড-আনলোডে দেরি হওয়ায় অনেকেই ঝুঁকি নিয়ে ট্রলারে নদী পার হচ্ছে। উভয় ঘাটের ৩২টি লঞ্চ ও শতাধিক স্পিডবোট নিরাপদ স্থানে নোঙর করা রয়েছে।
পাটুরিয়া নৌ থানা ইন্সপেক্টর মো. মিজানুর রহমান জানান, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ অভ্যন্তরীণ রুটের সব নৌযান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। গত দুই দিন পাটুরিয়া ও আরিচা নৌপথের ফেরি ছাড়া সব নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে এই অঞ্চলে আবহাওয়া এখন পর্যন্ত স্বাভাবিক থাকলেও লঞ্চ ও ছোট নৌযান যাতে চলাচলে বিরত থাকে, সেদিকে সতর্কতামূলক প্রচারণাসহ ঘাট এলাকায় পুলিশের প্রহরা রয়েছে।
এদিকে ট্রলারে ঝুঁকি নিয়ে পারাপারের বিষয়ে ইন্সপেক্টর মিজানুর রহমান বলেন, পুলিশের অগোচরে ঘাট এলাকার বাইরে থেকে কিছু ট্রলারে যাত্রী বহন করা হতে পারে। তবে তা এখনই বন্ধের ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন:
খাগড়াছড়ি সদর উপজেলায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টায় খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ারে এ মহাসমাবেশ হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কাল শনিবার ভোর ৫টা থেকে পরদিন
২৬ মিনিট আগেপুলিশ জানায়, রংপুরের পীরগাছা সাতদরগা এলাকার বাসিন্দা মোতালেব হোসেন পরিবার নিয়ে ঢাকায় ছিলেন। গ্রামে বসবাসের জন্য স্ত্রী, সন্তান, ভাই ও ভাইয়ের বউকে নিয়ে ঘরের আসবাবপত্রসহ পিকআপ ভ্যানযোগে ঢাকা থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে রওনা দেন মোতালেব। দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের দমদমা...
২৮ মিনিট আগেনিহতের স্বামী মনির হাওলাদার বলেন, ‘ভোরের দিকে আমি গরু জবাইয়ের উদ্দেশ্যে ছেলেকে নিয়ে জিরো পয়েন্ট এলাকায় দোকানে যাই। সকালে খবর পাই স্ত্রী কোনো সাড়া দিচ্ছে না। বাড়ি এসে দেখি দরজা-জানালা বন্ধ। জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে দেখি স্ত্রী মৃত অবস্থায় পড়ে রয়েছে। ড্রয়ারে রাখা গরু কেনার প্রায় সাড়ে ৫ লাখ টাকা ন
৩৪ মিনিট আগেপ্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেট কার বাজারের ভেতর দিয়ে প্রবেশের সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই ক্ষতিগ্রস্ত হয় এবং মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
১ ঘণ্টা আগে