Ajker Patrika

লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা, তিন হাসপাতালকে জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা, তিন হাসপাতালকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা ও পরীক্ষা করতে অতিরিক্ত মূল্য নেওয়ায় লক্ষ্মীপুরে রামগঞ্জে তিন হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন এই অভিযান পরিচালনা করেন।

জরিমানাপ্রাপ্ত হাসপাতালগুলো হলো, আল ফারুক হসপিটাল, হলি হোপ হসপিটাল ও আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অস্বাস্থ্যকর পরিবেশে পরীক্ষা-নিরীক্ষা করা ও পরীক্ষা করতে অতিরিক্ত মূল্য নেওয়ায় আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার জরিমানা করা হয়েছে। হলি হোপ হসপিটালের লাইসেন্স হালনাগাদ না থাকা এবং পরিবেশের ছাড়পত্র না থাকায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের স্বাস্থ্যসেবা দেওয়ায় আল ফারুক হসপিটালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মনিরা খাতুন আজকের পত্রিকাকে বলেন, বিভিন্ন অনিয়মের কারণে রামগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অভিযোগে তিনটি হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, র‍্যাব ১১ ও লক্ষ্মীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত