খুলনা প্রতিনিধি
রাতভর ভারী ও টানা বর্ষণে খুলনা জেলা রেজিস্ট্রি অফিসের রেকর্ড রুমের ছাদ ধসে পড়েছে। এতে শতাধিক ভলিউম বই নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। চুন আর সুড়কি দিয়ে ব্রিটিশ আমলের তৈরি খুলনা জেলা ও সদর সাবরেজিস্ট্রি কার্যালয়ের মেয়াদোত্তীর্ণ একতলা ভবনে ঝুঁকি নিয়েই কাজ চলছে।
রেজিস্ট্রি অফিসের কর্মীরা জানান, গতকাল সোমবার বিকেল থেকে সারা রাত একটানা ভারী বর্ষণ হয়। আজ মঙ্গলবার অফিস খোলার পর দেখা যায়, ভবনের রেকর্ড রুমের ছাদের একটি অংশ ভেঙে পড়ে বৃষ্টিতে রেকর্ড রুম তলিয়ে গেছে। তাৎক্ষণিক স্টাফরা ক্ষতিগ্রস্ত শতাধিক রেকর্ড বই ফ্যানের বাতাসে শুকাতে দেন। এরপর পানি সেচে ফেলা হয়।
দুপুরে ওই অফিসে গিয়ে দেখা যায়, ভেঙে যাওয়া ছাদের অংশটি ঢালাই দিয়ে মেরামতের কাজ চলছে।
জানতে চাইলে খুলনা রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মাহবুবুর রহমান জানান, ভবনটির বিভিন্ন অংশ থেকে পানি পড়ছে। প্লাস্টার খসে খসে পড়ছে। কয়েক দিনের অতি বৃষ্টিতে আজ ভোরের দিকে ভবনটির মাঝখানের ছাদের একাংশ পড়ে যায়। ফলে বৃষ্টিতে সেখানে রাখা শতাধিক বই পানিতে ভিজে গেছে। বৃষ্টির পানি যাতে আর না আসতে পারে, সে জন্য ছাদের ওপর পলিথিন দিয়ে চারজন শ্রমিকের মাধ্যমে রেকর্ড রুম পরিষ্কার করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভবনটির ছাদ এর আগেও কয়েকবার ধসে পড়েছিল। বিভিন্ন সময়ে ছাদের অংশ ভেঙে পড়ায় কয়েকজন আহত হয়েছেন। মাঝেমধ্যে সংস্কার করে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হলেও প্রতিনিয়ত আতঙ্কে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা।
খুলনা সিটি করপোরেশন ভবনের পাশেই রেজিস্ট্রি কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা জানান, এটি খুলনার একটি প্রাচীন ভবন। ভবনটিতে রয়েছে খুলনা ও বাগেরহাট জেলার জমির মূল্যবান দলিলপত্রের রেকর্ড। রক্ষণাবেক্ষণের অভাবে জমির রেকর্ডগুলো নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
জানতে চাইলে খুলনা জেলা রেজিস্ট্রার মো. মিজানুর রহমান বলেন, ‘ভবনটি ভেঙে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু করোনায় অফিস বন্ধ থাকা, অফিস শিফট করতে না পারার কারণে ওই প্রকল্পের অর্থ ফেরত যায়। আমরা বর্তমানে খুবই ঝুঁকি নিয়ে কাজ করছি। জরুরি ভিত্তিতে অফিস শিফট করা প্রয়োজন। আশপাশে ভবন খোঁজা হচ্ছে, পেলেই আমরা চলে যাব।’
রাতভর ভারী ও টানা বর্ষণে খুলনা জেলা রেজিস্ট্রি অফিসের রেকর্ড রুমের ছাদ ধসে পড়েছে। এতে শতাধিক ভলিউম বই নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। চুন আর সুড়কি দিয়ে ব্রিটিশ আমলের তৈরি খুলনা জেলা ও সদর সাবরেজিস্ট্রি কার্যালয়ের মেয়াদোত্তীর্ণ একতলা ভবনে ঝুঁকি নিয়েই কাজ চলছে।
রেজিস্ট্রি অফিসের কর্মীরা জানান, গতকাল সোমবার বিকেল থেকে সারা রাত একটানা ভারী বর্ষণ হয়। আজ মঙ্গলবার অফিস খোলার পর দেখা যায়, ভবনের রেকর্ড রুমের ছাদের একটি অংশ ভেঙে পড়ে বৃষ্টিতে রেকর্ড রুম তলিয়ে গেছে। তাৎক্ষণিক স্টাফরা ক্ষতিগ্রস্ত শতাধিক রেকর্ড বই ফ্যানের বাতাসে শুকাতে দেন। এরপর পানি সেচে ফেলা হয়।
দুপুরে ওই অফিসে গিয়ে দেখা যায়, ভেঙে যাওয়া ছাদের অংশটি ঢালাই দিয়ে মেরামতের কাজ চলছে।
জানতে চাইলে খুলনা রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মাহবুবুর রহমান জানান, ভবনটির বিভিন্ন অংশ থেকে পানি পড়ছে। প্লাস্টার খসে খসে পড়ছে। কয়েক দিনের অতি বৃষ্টিতে আজ ভোরের দিকে ভবনটির মাঝখানের ছাদের একাংশ পড়ে যায়। ফলে বৃষ্টিতে সেখানে রাখা শতাধিক বই পানিতে ভিজে গেছে। বৃষ্টির পানি যাতে আর না আসতে পারে, সে জন্য ছাদের ওপর পলিথিন দিয়ে চারজন শ্রমিকের মাধ্যমে রেকর্ড রুম পরিষ্কার করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভবনটির ছাদ এর আগেও কয়েকবার ধসে পড়েছিল। বিভিন্ন সময়ে ছাদের অংশ ভেঙে পড়ায় কয়েকজন আহত হয়েছেন। মাঝেমধ্যে সংস্কার করে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হলেও প্রতিনিয়ত আতঙ্কে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা।
খুলনা সিটি করপোরেশন ভবনের পাশেই রেজিস্ট্রি কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা জানান, এটি খুলনার একটি প্রাচীন ভবন। ভবনটিতে রয়েছে খুলনা ও বাগেরহাট জেলার জমির মূল্যবান দলিলপত্রের রেকর্ড। রক্ষণাবেক্ষণের অভাবে জমির রেকর্ডগুলো নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
জানতে চাইলে খুলনা জেলা রেজিস্ট্রার মো. মিজানুর রহমান বলেন, ‘ভবনটি ভেঙে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু করোনায় অফিস বন্ধ থাকা, অফিস শিফট করতে না পারার কারণে ওই প্রকল্পের অর্থ ফেরত যায়। আমরা বর্তমানে খুবই ঝুঁকি নিয়ে কাজ করছি। জরুরি ভিত্তিতে অফিস শিফট করা প্রয়োজন। আশপাশে ভবন খোঁজা হচ্ছে, পেলেই আমরা চলে যাব।’
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
৬ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৭ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২০ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
২০ মিনিট আগে