Ajker Patrika

খুলনায় ১২ ঘণ্টার প্রতীকী ধর্মঘট করছে পেট্রল পাম্প মালিক সমিতি

খুলনা প্রতিনিধি
খুলনায় ১২ ঘণ্টার প্রতীকী ধর্মঘট করছে পেট্রল পাম্প মালিক সমিতি

খুলনায় তিন দফা দাবিতে খুলনায় ১২ ঘণ্টার প্রতীকী ধর্মঘট করেছে পেট্রল পাম্প মালিক সমিতি ও ট্যাংক লরি মালিক সমিতির নেতারা। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। 

আজ সোমবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা বিভাগে তেল উত্তোলন বন্ধ রেখে এ ধর্মঘট পালন করছেন তাঁরা। 

তিন দফা দাবির মধ্যে রয়েছে—জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে আনুপাতিক হারে জ্বালানি তেল বিক্রয় কমিশন বৃদ্ধি, ডিপো থেকে ডিপোতে ৪০ কিলোমিটারের বেশি ট্যাংকলরির ভাড়া বৃদ্ধি ও পেট্রল পাম্পের ওপর আরোপিত বিভিন্ন সংস্থার লাইসেন্স প্রথা বাতিল। 

ট্যাংক লরি মালিক সমিতির মহাসচিব মো. ফরহাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সর্বশেষ গেজেট অনুযায়ী বর্তমানে ডিলারস কমিশন ডিজেল প্রতি লিটার ২ টাকা ৮৩ পয়সা, পেট্রলে ৪ টাকা ৭৮ পয়সা, অকটেন ৪ টাকা ৯২ পয়সা, কেরোসিন ১ টাকা ৬৮ পয়সা। বর্তমানে ট্যাংকলরির ভাড়া ৪০ কিলোমিটারের ওপর প্রতি কিলো/লিটারে ৪ টাকা ভাড়া রয়েছে। তেলের দাম বৃদ্ধি পেলেও ভাড়া বাড়েনি ট্যাংক লরির। দাবি না মানলে ভবিষ্যতে লাগাতার কর্মসূচি দেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত