Ajker Patrika

যশোর-১: নির্বাচন ভোটারবিহীন ও প্রশ্নবিদ্ধ দাবি স্বতন্ত্র প্রার্থীর, ভোট বর্জন

যশোর ও শার্শা প্রতিনিধি 
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৫: ১৯
যশোর-১: নির্বাচন ভোটারবিহীন ও প্রশ্নবিদ্ধ দাবি স্বতন্ত্র প্রার্থীর, ভোট বর্জন

নির্বাচন ভোটারবিহীন ও প্রশ্নবিদ্ধ দাবি করে যশোর-১ (শার্শা) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ রোববার নির্বাচন শুরুর আড়াই ঘণ্টা পর আশরাফুল আলম তাঁর বেনাপোলের বাসভবনের সামনে সাংবাদিকদের ব্রিফিং করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। 

এ আসনে টানা তিনবারের সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন এবারও আওয়ামী লীগের মনোনয়ন পান। মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হন যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের ব্রিফিং করে ভোট বর্জনের ঘোষণা দেন আশরাফুল। 

আশরাফুল আলম বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের বিরাট একটি জনগোষ্ঠী, নেতা-কর্মীদের আঘাত ও অপমান এবং ভোটারদের অসম্মান করা আমার কাছে যৌক্তিক মনে হয়নি। আমি মনে করি, এখন বাজে সকাল সাড়ে ১০টা থেকে ১১টা, আর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ করা হয়েছে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে। সেই নির্বাচন নিয়ে বেশি দূর এগোনোর ইচ্ছা ও ধৈর্য কোনোটাই আমার নাই। তাই এই প্রশ্নবিদ্ধ ও ভোটারবিহীন নির্বাচন থেকে আমি নিজেকে সরিয়ে নিচ্ছি।’

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শেখ আফিল উদ্দীন বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের কোনো কর্মী-সমর্থক নেই। কোনো কেন্দ্রে পোলিং এজেন্ট দিতে পারেননি। তিনি যেসব অভিযোগ করেছেন তা ডাহা মিথ্যা।’ 

কেন্দ্রে ভোটার উপস্থিতি এত কম কেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো অনেক কেন্দ্রে ঘুরেছি। ভোটারের ভালোই উপস্থিতি রয়েছে। তা ছাড়া গ্রামগঞ্জের ব্যাপার তো! দিনের সব সময় একই রকম ভোটারের উপস্থিতি থাকে না। কখনো বাড়ে, কখনো কমে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত