Ajker Patrika

যশোরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

যশোর প্রতিনিধি
যশোরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

যশোরে রিপন হোসেন (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার রাত ৮টার দিকে শহরের মুজিব সড়কের রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রিপন যশোর শহরের খড়কি এলাকার মোহাম্মদ বুড়োর ছেলে। তাঁর মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হত্যাকাণ্ডের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন যশোর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে পুলিশ তথ্য সংগ্রহ করেছে। অভিযুক্তদের আটকের বিষয়ে পুলিশ কাজ করছে।’

প্রত্যক্ষদর্শী ও স্বজনেরা জানান, নিহত রিপন পেশায় ওয়ার্কশপের শ্রমিক। আজ রাত ৮টার দিকে যশোর রেলস্টেশন এলাকায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে শহরের মুজিব সড়কে রেলগেট এলাকায় দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাতে গুরুতর জখম করে। তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ আলী হাসান বলেন, ‘হাসপাতালে আনার আগেই রিপনের মৃত্যু হয়েছে। বেশি রক্তক্ষরণে তিনি মারা গেছেন।’

এ বিষয়ে জানতে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাকের মোবাইল ফোনে কয়েক দফা কল করা হলে তিনি ধরেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত