জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে ৯২ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বেলা তিনটার দিকে জয়পুরহাট র্যাবের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। আটক ব্যক্তিরা হলেন শাহনাজ পারভীন, সিদ্দিক আলী শাহ ও সেলিনা আক্তার রূপালী। সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ ভোররাত পাঁচটার দিকে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ফকিরপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা ছায়া তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোররাত পাঁচটার দিকে ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় তিনজনকে আটক এবং ৯২ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি টাকা। অভিযানকালে মোশাররফ হোসেন ও তাঁর শ্বশুর বিপ্লব হোসেন র্যাবের উপস্থিতি টের পেয়ে ভুট্টার খেত দিয়ে পালিয়ে যান।
রিয়াজ শাহরিয়ার বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, অভিযুক্তরা ওই এলাকার মাদক কারবারি পরিবার। তাঁরা কক্সবাজার জেলার টেকনাফ থেকে ইয়াবার চালান দিনাজপুর জেলার বিরামপুরে নিয়ে আসেন। এরপর উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সেগুলো সরবরাহ করতেন। মোশাররফ ও তাঁর স্ত্রী এলাকায় মাদক কারবারি সিন্ডিকেটের মূল হোতা। মোশাররফের শ্বশুর বিপ্লব হোসেন দিনাজপুর জেলার বিরামপুর থানার ইয়াবা ও অন্যান্য মাদক কারবারের সঙ্গে জড়িত।
মোশাররফ ইয়াবার চালান নিয়ে এসে তাঁর নিজ বাড়ি ও শশুরবাড়িতে আন্ডারগ্রাউন্ড করে সংরক্ষণ করতেন। সেখান থেকে কারবারিদের কাছে সেগুলো সরবরাহ করতেন। আজ সকালে আসামিদের বিরুদ্ধে দিনাজপুর জেলার বিরামপুর থানায় মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে।
জয়পুরহাটে ৯২ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বেলা তিনটার দিকে জয়পুরহাট র্যাবের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। আটক ব্যক্তিরা হলেন শাহনাজ পারভীন, সিদ্দিক আলী শাহ ও সেলিনা আক্তার রূপালী। সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ ভোররাত পাঁচটার দিকে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ফকিরপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা ছায়া তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোররাত পাঁচটার দিকে ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় তিনজনকে আটক এবং ৯২ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি টাকা। অভিযানকালে মোশাররফ হোসেন ও তাঁর শ্বশুর বিপ্লব হোসেন র্যাবের উপস্থিতি টের পেয়ে ভুট্টার খেত দিয়ে পালিয়ে যান।
রিয়াজ শাহরিয়ার বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, অভিযুক্তরা ওই এলাকার মাদক কারবারি পরিবার। তাঁরা কক্সবাজার জেলার টেকনাফ থেকে ইয়াবার চালান দিনাজপুর জেলার বিরামপুরে নিয়ে আসেন। এরপর উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সেগুলো সরবরাহ করতেন। মোশাররফ ও তাঁর স্ত্রী এলাকায় মাদক কারবারি সিন্ডিকেটের মূল হোতা। মোশাররফের শ্বশুর বিপ্লব হোসেন দিনাজপুর জেলার বিরামপুর থানার ইয়াবা ও অন্যান্য মাদক কারবারের সঙ্গে জড়িত।
মোশাররফ ইয়াবার চালান নিয়ে এসে তাঁর নিজ বাড়ি ও শশুরবাড়িতে আন্ডারগ্রাউন্ড করে সংরক্ষণ করতেন। সেখান থেকে কারবারিদের কাছে সেগুলো সরবরাহ করতেন। আজ সকালে আসামিদের বিরুদ্ধে দিনাজপুর জেলার বিরামপুর থানায় মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে।
চলতি বছরের ১১ আগস্ট। যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের সোনাচুনি বিলের মধ্যে একটি গাছের সঙ্গে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় লিমন শেখ (২৫) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার বুইকারা গ্রামের কাসেম শেখের ছেলে। শারীরিক প্রতিবন্ধী হলেও তিনি ইঞ্জিনচালিত ভ্যান চালিয়ে সংসার চালাতেন।
৭ মিনিট আগেগাইবান্ধার ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট প্রকট আকার ধারণ করেছে। ৪৮টি পদ শূন্য থাকায় স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে অ্যানেসথেসিয়া চিকিৎসকের ঢাকায় প্রেষণে থাকা এবং দুই মেডিকেল কর্মকর্তার দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি।
১১ মিনিট আগেখাগড়াছড়িতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ করছে মানুষ। ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে গত শনিবার থেকে জেলাজুড়ে চলছে অবরোধ কর্মসূচি। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সদর উপজেলা ও গুইমারা উপজেলা সদরে জারি করা হয়েছিল ১৪৪ ধারা।
২ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘ভারত শেষ ট্রাম্পকার্ড খেলে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। একটা ঘটনার মধ্য দিয়ে তারা পাহাড়ি-বাঙালিদের মুখোমুখি দাঁড় করিয়েছে। পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র করছে। ভারত আমাদের এই পার্বত্য অঞ্চলকে কেড়ে নিতে চায়
২ ঘণ্টা আগে