টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে বাড়ির সামনে বালু-রড রাখতে নিষেধ করায় একজন বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকাল ১০টার দিকে বউবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আহত আলী আকবর (৭৬) ওই এলাকার বাসিন্দা। তিনি গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি। হামলার পর তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হামলাকারীদের হাত থেকে আকবরকে রক্ষা করতে গিয়ে তাঁর ছেলে সাখাওয়াত হোসেন সাজ্জাদ আহত হয়েছেন। এ ঘটনায় সাজ্জাদ দুপুরে একই এলাকার হাসিব, কাউসার, বাবুল, আব্দুল কাদের কিরণ ও ইমনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে আকবরের বাড়ির ফটক ও দোকানের সামনে বালুসহ নির্মাণসামগ্রী রেখে নিজের বাড়ির কাজ করছিলেন কিরণ। এ সময় আকবর তাঁর বাড়ির ফটক বন্ধ না করতে অনুরোধ করেন। এ নিয়ে বিরোধের জেরে কিছুক্ষণ পর কিরণের পক্ষের হাসিব ও তাঁর সহযোগীরা আকবরের মুক্তিযোদ্ধার সনদ দেখতে চান। এ সময় উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। তখন রড ও বাঁশ দিয়ে পেটানো হয়। এতে আকবর আহত হন। তখন আকবরের ছেলে সাজ্জাদ এগিয়ে এলে তাঁকেও পেটানো হয়।
সাজ্জাদ বলেন, ‘আব্দুল কাদের কিরণ তাঁদের জায়গায় ভবন নির্মাণ করছেন। আর নির্মাণাধীন ভবনের জন্য বালু, রড, বাঁশ আমাদের বাড়ির ফটকের সামনে রেখে দেন। আমরা বাড়ি থেকে বের হতে পারছিলাম না। বাড়ির ফটক থেকে সরে গিয়ে নির্মাণকাজ করতে অনুরোধ জানান আমার বাবা। এতে তাঁরা বাগ্বিতণ্ডায় জড়ালে হাসিব ও তাঁর পাঁচজন সহযোগী বাবা ও আমাকে মারধর করেন। এ সময় আমাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। তখন হামলাকারীরা পালিয়ে যান।’
জানতে চাইলে কিরণ বলেন, ‘তিনি মুক্তিযোদ্ধার পরিচয় দিয়ে আমাদের কাজে বাধা দিয়েছেন। আমাদের দুজনকে আঘাত করেছেন। আমরাও থানায় অভিযোগ করেছি।’
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুরের টঙ্গীতে বাড়ির সামনে বালু-রড রাখতে নিষেধ করায় একজন বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকাল ১০টার দিকে বউবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আহত আলী আকবর (৭৬) ওই এলাকার বাসিন্দা। তিনি গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি। হামলার পর তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হামলাকারীদের হাত থেকে আকবরকে রক্ষা করতে গিয়ে তাঁর ছেলে সাখাওয়াত হোসেন সাজ্জাদ আহত হয়েছেন। এ ঘটনায় সাজ্জাদ দুপুরে একই এলাকার হাসিব, কাউসার, বাবুল, আব্দুল কাদের কিরণ ও ইমনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে আকবরের বাড়ির ফটক ও দোকানের সামনে বালুসহ নির্মাণসামগ্রী রেখে নিজের বাড়ির কাজ করছিলেন কিরণ। এ সময় আকবর তাঁর বাড়ির ফটক বন্ধ না করতে অনুরোধ করেন। এ নিয়ে বিরোধের জেরে কিছুক্ষণ পর কিরণের পক্ষের হাসিব ও তাঁর সহযোগীরা আকবরের মুক্তিযোদ্ধার সনদ দেখতে চান। এ সময় উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। তখন রড ও বাঁশ দিয়ে পেটানো হয়। এতে আকবর আহত হন। তখন আকবরের ছেলে সাজ্জাদ এগিয়ে এলে তাঁকেও পেটানো হয়।
সাজ্জাদ বলেন, ‘আব্দুল কাদের কিরণ তাঁদের জায়গায় ভবন নির্মাণ করছেন। আর নির্মাণাধীন ভবনের জন্য বালু, রড, বাঁশ আমাদের বাড়ির ফটকের সামনে রেখে দেন। আমরা বাড়ি থেকে বের হতে পারছিলাম না। বাড়ির ফটক থেকে সরে গিয়ে নির্মাণকাজ করতে অনুরোধ জানান আমার বাবা। এতে তাঁরা বাগ্বিতণ্ডায় জড়ালে হাসিব ও তাঁর পাঁচজন সহযোগী বাবা ও আমাকে মারধর করেন। এ সময় আমাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। তখন হামলাকারীরা পালিয়ে যান।’
জানতে চাইলে কিরণ বলেন, ‘তিনি মুক্তিযোদ্ধার পরিচয় দিয়ে আমাদের কাজে বাধা দিয়েছেন। আমাদের দুজনকে আঘাত করেছেন। আমরাও থানায় অভিযোগ করেছি।’
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সুশাসনের জন্য নাগরিক (সুজন), ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইয়াজদানী কোরায়শী কাজল বলেন, "অযোগ্য কর্মকর্তারা রাজনৈতিক প্রভাবে পদ দখল করে রাখায় সিটি করপোরেশনে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। উপ-সহকারী থেকে সহকারী প্রকৌশলী না হয়ে সরাসরি নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়ায় তাদের অভিজ্ঞতার ঘাটতি
৯ মিনিট আগেরাজধানীর উত্তরখান থেকে কিশোর গ্যাং লিডার ও ছিনতাইকারী দলের নেতা মোরশেদ আলম (৪৮) ও দুই নারীসহ পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী। অন্যরা হলেন— মোরশেদের সহযোগী মো. আলম (২৮), মো. হাসানুল (২২), পারুল (৪৮) ও বেবী (৪২)।
১ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি নিচু থাকায় বর্ষাকালে পুরোটাই পানিতে ডুবে যায়। এর ফলে পথচারী ও রিকশা, ভ্যান, মোটরসাইকেলের মতো ছোট যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ এবং অসুস্থ রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনেও নানারকম সমস্যার সৃষ্টি হচ্ছে।
১ ঘণ্টা আগেবৃহস্পতিবার ভোরে দুই পক্ষের সমর্থকেরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ইদন মিয়া। তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্য পাঁচজন নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
১ ঘণ্টা আগে