Ajker Patrika

ফেনীতে রেকর্ড বৃষ্টি, জোয়ারে গ্রাম প্লাবিত

ফেনী প্রতিনিধি
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ফেনীতে ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ছবি: আজকের পত্রিকা
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ফেনীতে ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ছবি: আজকের পত্রিকা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত ২৪ ঘণ্টায় ফেনী জেলায় ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে এক দিনে সর্বোচ্চ। তথ্যটি নিশ্চিত করেছেন ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়। নিম্নচাপের প্রভাব আগামীকাল শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে, ভারী বৃষ্টিপাত ও অস্বাভাবিক জোয়ারের কারণে সোনাগাজী উপজেলার চারটি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম গতকাল (বৃহস্পতিবার) প্লাবিত হয়। তবে বর্তমানে পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম জানান, এখনো মুহুরি নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ভারতের উজানে বৃষ্টিপাত বাড়লে নদীর পানি হঠাৎ করে বেড়ে যেতে পারে। এ পরিস্থিতিতে পরশুরাম উপজেলায় ২১টি এবং ফুলগাজী উপজেলায় ২০টি ঝুঁকিপূর্ণ বাঁধে বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ফেনীতে ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ছবি: আজকের পত্রিকা
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ফেনীতে ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ছবি: আজকের পত্রিকা

উল্লেখ্য, গত বছরের জুলাই-আগস্ট মাসে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ফেনী। বিশেষ করে ১৯ আগস্টের পর জেলায় প্রাণ হারান ২৯ জন এবং ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যায় শত কোটি টাকা। সেই স্মৃতি এখনো দগদগে ফেনীবাসীর মনে।

জেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজনে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আরও ৬ দেশ, বিরোধিতা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

সখীপুরে বনপ্রহরীদের ওপর হামলা: ইউপি সদস্য, বিএনপি নেতাসহ ৭ জনের নামে মামলা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত