ফরিদপুর প্রতিনিধি
সংসদীয় আসন পুনর্বিন্যাসে দুই ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আজ বুধবার তৃতীয় দিনের অবরোধ কর্মসূচি চলছে। আজকের কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা এড়াতে উপজেলা পরিষদ কার্যালয়ের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান। এ ছাড়া সকাল ৮টা থেকে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কসহ এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বরের অন্তত সাতটি এলাকায় বিক্ষুব্ধরা অবরোধ কর্মসূচি পালন করছেন।
এর আগে গতকাল মঙ্গলবার অবরোধ শেষে উপজেলা পরিষদ কার্যালয় ও রেলপথ ঘেরাওয়ের ঘোষণা দিয়েছিলেন আন্দোলনকারীরা। তবে আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ ছাড়া অন্য কর্মসূচি করতে দেখা যায়নি। উপজেলা পরিষদ কার্যালয়ের প্রবেশপথে সাজোয়াযানসহ সেনাবাহিনী, র্যাব, পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। এ ছাড়া অবরোধের কারণে মহাসড়কগুলোতে অসংখ্য যানবাহন আটকে রয়েছে।
ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদি ইউনিয়নের পুখুরিয়া বাজার এলাকায় দেখা যায়, মহাসড়কের ওপর তাঁবু টানিয়ে, আসবাবপত্র ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে অবস্থান করছে এলাকাবাসী। এ সময় স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান বলেন, ‘নির্বাচন কমিশনার ও ষড়যন্ত্রকারীরা আমাদের আলগী ও হামিরদি ইউনিয়নকে বিচ্ছিন্ন করে দিয়েছে। তাদের এ চক্রান্ত সফল করতে দেব না। গত শুক্রবার আমরা প্রথম আন্দোলন শুরু করেছিলাম, তখন ইউএনও আমাদের আশ্বস্ত করেছিলেন সোমবারের মধ্যে সুরাহা হবে। কিন্তু কোনো সুরাহা হয়নি, যতক্ষণ আমাদের দুটি ইউনিয়ন ফিরিয়ে না দেবে, ততক্ষণ অবরোধ চলবেই।’
এ বিষয়ে ইউএনও মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচন কমিশন থেকে এখনো কোনো বার্তা পাইনি। এ ছাড়া উপজেলা পরিষদ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়ন করা হয়েছে। চারদিকে সেনাবাহিনী ও পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। সে ক্ষেত্রে আমরা কোনো নিরাপত্তা বিঘ্নিত হতে দেখছি না।’
সংসদীয় আসন পুনর্বিন্যাসে দুই ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আজ বুধবার তৃতীয় দিনের অবরোধ কর্মসূচি চলছে। আজকের কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা এড়াতে উপজেলা পরিষদ কার্যালয়ের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান। এ ছাড়া সকাল ৮টা থেকে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কসহ এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বরের অন্তত সাতটি এলাকায় বিক্ষুব্ধরা অবরোধ কর্মসূচি পালন করছেন।
এর আগে গতকাল মঙ্গলবার অবরোধ শেষে উপজেলা পরিষদ কার্যালয় ও রেলপথ ঘেরাওয়ের ঘোষণা দিয়েছিলেন আন্দোলনকারীরা। তবে আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ ছাড়া অন্য কর্মসূচি করতে দেখা যায়নি। উপজেলা পরিষদ কার্যালয়ের প্রবেশপথে সাজোয়াযানসহ সেনাবাহিনী, র্যাব, পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। এ ছাড়া অবরোধের কারণে মহাসড়কগুলোতে অসংখ্য যানবাহন আটকে রয়েছে।
ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদি ইউনিয়নের পুখুরিয়া বাজার এলাকায় দেখা যায়, মহাসড়কের ওপর তাঁবু টানিয়ে, আসবাবপত্র ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে অবস্থান করছে এলাকাবাসী। এ সময় স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান বলেন, ‘নির্বাচন কমিশনার ও ষড়যন্ত্রকারীরা আমাদের আলগী ও হামিরদি ইউনিয়নকে বিচ্ছিন্ন করে দিয়েছে। তাদের এ চক্রান্ত সফল করতে দেব না। গত শুক্রবার আমরা প্রথম আন্দোলন শুরু করেছিলাম, তখন ইউএনও আমাদের আশ্বস্ত করেছিলেন সোমবারের মধ্যে সুরাহা হবে। কিন্তু কোনো সুরাহা হয়নি, যতক্ষণ আমাদের দুটি ইউনিয়ন ফিরিয়ে না দেবে, ততক্ষণ অবরোধ চলবেই।’
এ বিষয়ে ইউএনও মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচন কমিশন থেকে এখনো কোনো বার্তা পাইনি। এ ছাড়া উপজেলা পরিষদ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়ন করা হয়েছে। চারদিকে সেনাবাহিনী ও পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। সে ক্ষেত্রে আমরা কোনো নিরাপত্তা বিঘ্নিত হতে দেখছি না।’
বরেন্দ্র অঞ্চলে দিন দিন পানিসংকট বাড়ছেই। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ২৭টি ইউনিয়ন অতি সংকটাপন্ন এলাকা হয়ে পড়েছে। এ সংকট মোকাবিলায় সুনির্দিষ্ট কিছু পরিকল্পনার পাশাপাশি জনসচেতনতার বিকল্প নেই। প্রশিক্ষণ দরকার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের।
৮ মিনিট আগেমুন্সিগঞ্জের শ্রীনগরে পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং ও সার্ভার শাখায় তালা ঝুলিয়েছেন আন্দোলনকারী কর্মচারীরা। এ সময় প্রায় আধা ঘণ্টা ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খন্দকার মাহমুদুল হাসানকে অবরুদ্ধ করে রাখা হয়। আজ বুধবার সকালে জেলার শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকার পল্লী বিদ্যুৎ অফিসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে
২২ মিনিট আগেকোচিং সেন্টারে ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় মোস্তাফিজুর রহমান নামের এক শিক্ষককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাছুদ পারভেজ এ রায় ঘোষণা করেন।
৩১ মিনিট আগেবছর তিনেক আগে মাছ ধরার সময় প্রায় ১২ থেকে ১৪ কেজির ওজনের একটি রুই মাছ তাঁর কান বরাবর আঘাত করে। এরপর পুকুরে পানিতেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে অন্য জেলেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন। প্রচণ্ড আঘাতে কবিরুল এখন কানে কম শোনেন। এর পর থেকে কবিরুল ক্রিকেট হেলমেট ছাড়া পুকুরে নামেন না।
৩৭ মিনিট আগে