Ajker Patrika

শ্রেণিকক্ষের বিম ধসে শিক্ষক আহত, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি 
দিনাজপুরের খানসামার বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের সময় ছাদের বিমে ধস। ছবি: আজকের পত্রিকা
দিনাজপুরের খানসামার বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের সময় ছাদের বিমে ধস। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদানের সময় ছাদের বিম ধসে পড়ে এক শিক্ষক আহত হয়েছেন। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের শিক্ষক ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করছিলেন শিক্ষক মো. শহিদুল ইসলাম। হঠাৎ ছাদের একটি বিম ধসে পড়ে তাঁর পায়ে আঘাত লাগে। বিকট শব্দে শ্রেণিকক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা দৌড়ে বাইরে চলে আসে। তবে সৌভাগ্যবশত কেউ গুরুতর আহত হয়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আবুল খায়ের জানান, বিদ্যালয় ভবনটি বহু পুরোনো ও দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে কক্ষসংকটে ঝুঁকি নিয়ে শ্রেণি কার্যক্রম চালানো হচ্ছে।

দিনাজপুরের খানসামার বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের সময় ছাদের বিমে ধস। ছবি: আজকের পত্রিকা
দিনাজপুরের খানসামার বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের সময় ছাদের বিমে ধস। ছবি: আজকের পত্রিকা

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির তালুকদার বলেন, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ ও নতুন ভবন নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। তবে এখনো বরাদ্দ পাওয়া যায়নি। বিষয়টির আবারও তাগাদা দেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, ঘটনাটি অপ্রত্যাশিত ও উদ্বেগজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আরও ৬ দেশ, বিরোধিতা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত