Ajker Patrika

ফুলবাড়ীতে জুয়া খেলার সময় গ্রেপ্তার ৪

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
ফুলবাড়ীতে জুয়া খেলার সময় গ্রেপ্তার ৪

দিনাজপুরের ফুলবাড়ীতে জুয়া খেলার সময় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার শিবনগর ইউনিয়নের পাঠকপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

এ ঘটনায় আজ শুক্রবার সকালে দিনাজপুর ডিবি উপপরিদর্শক জাহেদুল ইসলাম বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি জুয়া আইনে মামলা দায়ের করেছেন। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পাঠক পাড়া গ্রামের দুখিয়া চন্দ্র দাস (৫০), কাজল চন্দ্র দাস (২৩), একই এলাকার চন্দ্র দাস (৪২) ও পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের মদনপুর গ্রামের মুকুল মিয়া (৩৫)। 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ছাড়া আরও চারজন শিবনগর ইউনিয়নের পাঠকপাড়া গ্রামে জুয়ার আসর বসিয়েছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। 

অভিযানে চারজনকে গ্রেপ্তার করা গেলেও বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাঁদের ধরতে অভিযান অব্যাহত আছে। এছাড়া অভিযানে ৩ হাজার ২শ টাকাসহ জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফখরুল

শ্বশুরবাড়ি যাওয়া হলো না জাবি শিক্ষক মৌমিতার

অনিয়মের অভিযোগ এনে জাকসু নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত