Ajker Patrika

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সকলকে ঈদের আগে মুক্তির দাবি

জবি প্রতিনিধি
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সকলকে ঈদের আগে মুক্তির দাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরাসহ ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সকলকে ঈদের আগে মুক্তির দাবি জানানো হয়েছে। আজ শনিবার বিকেল ৫টায় রাজধানী পুরান ঢাকার বাহাদুরশাহ পার্কে এক প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। কর্মসূচিটি ‘প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহ’ ব্যানারে আয়োজিত হয়। 

সমাবেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবি জানানোর পাশাপাশি বিভিন্ন দেশাত্মবোধক সংগীত পরিবেশন করা হয়। 

সমাবেশে বক্তারা বলেন, সরকার এখন মানুষকে কথা বলতে দিতে চায় না। কথা বললে মামলা হয়। এভাবে মানুষের কণ্ঠরোধ করা যায় না। মানুষকে মুক্ত স্বাধীন মত প্রকাশের সুযোগ দিতে হবে। 

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—বাহাদুরশাহ পার্ক রক্ষা কমিটির সদস্যসচিব আকতারুজ্জামান, উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সহসভাপতি আনোয়ারুল হক, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি দীপক শীল, শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শামীম ইসলাম, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সহসভাপতি জাকির হোসেন, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মফিজুল রহমান, সমাজ চিন্তা ফোরামের সদস্যসচিব রঞ্জন দাস প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত