নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসন্ন ৮ আগস্ট সরকারের ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণার প্রতিবাদে সারা দেশে একই দিনে ‘বিপ্লব বেহাত দিবস’ পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির দাবি, দিনটি হলো জুলাই গণ-অভ্যুত্থানের অর্জনহানি ও বিপ্লব বেহাত হওয়ার দিন।
আজ শুক্রবার (২৭ জুন) বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তিনি বলেন, ‘৮ আগস্ট যদি সরকার ‘‘নতুন বাংলাদেশ দিবস’’ পালন করে, তাহলে আমরা তা প্রতিরোধ করে সারা দেশে বিপ্লব বেহাত দিবস পালন করব।’
সংবাদ সম্মেলনে জুলাই সনদ আদায়ে আগামী ১ জুলাই (মঙ্গলবার) শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত ‘লাল মার্চ’ কর্মসূচিরও ঘোষণা দেন হাদি। এই কর্মসূচিতে জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা অংশ নেবে বলে জানান তিনি।
হাদি অভিযোগ করে বলেন, ‘আমরা জাতীয় সরকার গঠনের পথে ছিলাম। কিন্তু কিছু উপদেষ্টা ও রাষ্ট্রের একাংশ আমাদের শহীদ মিনার থেকে ডেকে নিয়ে রাষ্ট্রপতির অধীনে নতুন সরকারের শপথ করিয়েছিল। তাদের এক্সপোজ করতে হবে। তাদের কারণেই ৮ আগস্ট আমাদের বিপ্লব বেহাত হয়েছে।’
হাদি বলেন, ‘৫ আগস্টের পর আর কোনো দিবস রাষ্ট্রীয়ভাবে গ্রহণযোগ্য নয়। এরপর কিছু ঘোষণার চেষ্টা করা হলে আমরা প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয়, ইউএনও অফিস ও সচিবালয়ে গিয়ে প্রতিবাদ কর্মসূচি করব।’
শরীফ ওসমান হাদি আরও বলেন, ‘রাষ্ট্র সংস্কারের প্রশ্নে ইউনূস সরকার শুধু রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ নয়, তাদের প্রথম দায়বদ্ধতা জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের প্রতি।’
এ ছাড়া ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ না করে সেটিকে ‘সর্বজনীন শহীদ দিবস’ হিসেবে পালনের দাবিও জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র।
আসন্ন ৮ আগস্ট সরকারের ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণার প্রতিবাদে সারা দেশে একই দিনে ‘বিপ্লব বেহাত দিবস’ পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির দাবি, দিনটি হলো জুলাই গণ-অভ্যুত্থানের অর্জনহানি ও বিপ্লব বেহাত হওয়ার দিন।
আজ শুক্রবার (২৭ জুন) বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তিনি বলেন, ‘৮ আগস্ট যদি সরকার ‘‘নতুন বাংলাদেশ দিবস’’ পালন করে, তাহলে আমরা তা প্রতিরোধ করে সারা দেশে বিপ্লব বেহাত দিবস পালন করব।’
সংবাদ সম্মেলনে জুলাই সনদ আদায়ে আগামী ১ জুলাই (মঙ্গলবার) শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত ‘লাল মার্চ’ কর্মসূচিরও ঘোষণা দেন হাদি। এই কর্মসূচিতে জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা অংশ নেবে বলে জানান তিনি।
হাদি অভিযোগ করে বলেন, ‘আমরা জাতীয় সরকার গঠনের পথে ছিলাম। কিন্তু কিছু উপদেষ্টা ও রাষ্ট্রের একাংশ আমাদের শহীদ মিনার থেকে ডেকে নিয়ে রাষ্ট্রপতির অধীনে নতুন সরকারের শপথ করিয়েছিল। তাদের এক্সপোজ করতে হবে। তাদের কারণেই ৮ আগস্ট আমাদের বিপ্লব বেহাত হয়েছে।’
হাদি বলেন, ‘৫ আগস্টের পর আর কোনো দিবস রাষ্ট্রীয়ভাবে গ্রহণযোগ্য নয়। এরপর কিছু ঘোষণার চেষ্টা করা হলে আমরা প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয়, ইউএনও অফিস ও সচিবালয়ে গিয়ে প্রতিবাদ কর্মসূচি করব।’
শরীফ ওসমান হাদি আরও বলেন, ‘রাষ্ট্র সংস্কারের প্রশ্নে ইউনূস সরকার শুধু রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ নয়, তাদের প্রথম দায়বদ্ধতা জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের প্রতি।’
এ ছাড়া ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ না করে সেটিকে ‘সর্বজনীন শহীদ দিবস’ হিসেবে পালনের দাবিও জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র।
যশোর সদর উপজেলার কচুয়া ও বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলার বুক চিরে উত্তর-দক্ষিণে বয়ে গেছে ভৈরব নদ। নদের পশ্চিমে কচুয়া ইউনিয়ন। পূর্বে বাঘারপাড়ার ছাতিয়ানতলা ইউনিয়ন। ছাতিয়ানতলা বাজারের পাশেই এই নদীর ওপরে জরাজীর্ণ সেতুটি ছিল দুটি ইউনিয়নের অন্তত ৩০ গ্রামের যাতায়াতের ভরসা।
২ ঘণ্টা আগেজুলাই গণঅভ্যুত্থানে আহত সেই সানজিদা আহমেদ তন্বীসহ গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদকে লড়বে ১১ জন। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের তথ্য যাচাই বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
৩ ঘণ্টা আগেপটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. রুহুল আমিনের বিরুদ্ধে বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জেলা আইনজীবী সমিতি তাঁর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে নোটিশ দিয়েছে।
৩ ঘণ্টা আগেপাহাড় ও বনের মিশেলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর। তবে এ অঞ্চলের বনভূমির চিত্র আর আগের মতো নেই। একসময়ের বিশাল বনভূমি এখন অনেকটাই উজাড় হয়ে গেছে। বনের মূল্যবান গাছের অধিকাংশই শেষ পর্যন্ত ঠাঁই নিয়েছে করাতকলে।
৪ ঘণ্টা আগে