Ajker Patrika

উত্তরায় মেডিকেল কলেজ হাসপাতালের গোডাউনে অগ্নিকাণ্ড

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
উত্তরায় মেডিকেল কলেজ হাসপাতালের গোডাউনে অগ্নিকাণ্ড

রাজধানীর উত্তরায় শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৯টা ৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন আজকের পত্রিকাকে এতথ্য জানান। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তরা ১১ নম্বর সেক্টরের হাসপাতালটির প্রধান ভবনের পূর্ব পাশে অবস্থিত টিনশেড গোডাউনে রাত পৌনে ৮টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খবর পেয়ে রাত ৮টা ৭ মিনিটে স্টেশন থেকে বের হই। পাঁচ মিনিট পর ঘটনাস্থলে দুটি ইউনিট পৌঁছে ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। কিন্তু রাত ৯টা ৫ মিনিটে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।’

তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডে গুদামে থাকা থিনার, পিভিসি পাইপ পুড়ে গেছে। যার মূল্য আনুমানিক ১৫ লাখ টাকা। আগুন দ্রুত সময়ে নিয়ন্ত্রণে নিয়ে আসার কারণে আরও ৩০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।’

আলম হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত